viral video

বেঙ্গালুরুর ফ্ল্যাটে ঘাপটি মেরে লুকিয়ে ৬ ফুটের অনাহূত ‘অতিথি’ বার করতে ডাকতে হল উদ্ধারকারী

বেঙ্গালুরুর জেপি নগরের একটি ফ্ল্যাটের ভিতরে ৬ ফুট লম্বা একটি গোখরোকে উদ্ধার করেন রোহিত নামের এক তরুণ। ভিডিয়োয় দেখা গিয়েছে তিনি ফ্ল্যাটে ঢুকে শান্ত ভাবে সাপটিকে উদ্ধার করে ঝোলায় পুরে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১০:৪২
Share:

ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর ফ্ল্যাটে দেখা মিলল অনাহূত অতিথির। শৌচাগারে রাখা বালতির পিছন থেকে ফোঁস ফোঁস আওয়াজ পেয়ে ছুটে যান বাসিন্দারা। অতিথিকে চাক্ষুষ করতেই চক্ষু চড়কগাছ হয় তাঁদের। সেখানে আশ্রয় নিয়েছে ছ’ফুট লম্বা গোখরো। সাপটিকে দেখে ভয়ে ও আতঙ্কে দিশেহারা হয়ে ওঠেন বাসিন্দারা। তাড়াতাড়ি তাঁরা খবর দেন এক সাপ উদ্ধারকারী বিশেষজ্ঞকে। তিনি এসে আঁকশি দিয়ে সাপটিকে উদ্ধার করেন। সাপ উদ্ধারের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরুর জেপি নগরের একটি ফ্ল্যাটের ভিতরে ৬ ফুট লম্বা একটি গোখরোকে উদ্ধার করেন রোহিত নামের এক তরুণ। ভিডিয়োয় দেখা গিয়েছে তিনি ফ্ল্যাটে ঢুকে শান্ত ভাবে সাপটিকে উদ্ধার করে ঝোলায় পুরে দিয়েছেন। রোহিতকে একটি আঁকশি নিয়ে ঘরে ঢুকতে দেখা গিয়েছে। শৌচাগারের বালতির পিছনে গোখরোটিকে কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকতে দেখা যায়। উদ্ধার করার আগে রোহিত সাবধানে বালতিটি সরিয়ে দেন। চেরা জিভ বার করতে দেখা গেলেও সাপটি উদ্ধারের সময় আক্রমণ করেনি উদ্ধারকারীকে। আঁকশিটি ব্যবহার করে রোহিত সাপটির শরীরটি সাবধানে তুলে খালি হাতে লেজটি ধরে কালো কাপড়ের একটি ব্যাগে ভরে দেন।

ইনস্টাগ্রাম ও এক্স উভয় সমাজমাধ্যমেই পোস্ট করা ভিডিয়োটি ব্যাপক সাড়া ফেলেছে। ‘দ্যব্যাঙ্গালোর৩৬০’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে । সাপ উদ্ধারকারী তরুণের প্রশংসা করে এক জন লিখেছেন, ‘‘গোখরোটিকে দারুণ ভাবে সামলেছেন তরুণ। ভাল কাজ।’’ আর এক জন মজা করে লিখেছেন ‘‘গোখরোবাবাজিকে ফ্ল্যাটে থাকার জন্য ১০ মাসের ভা়ড়া জমা রাখতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement