Bizarre

‘মাকে সেবাকেন্দ্রে ভর্তি করে অফিসে যোগ দিন’, অসুস্থ মায়ের জন্য ছুটি চাইতেই বসের নির্দেশ পেলেন কর্মী!

হঠাৎ করে আসা পারিবারিক সঙ্কট মোকাবিলার জন্য কিছু দিন সময় চেয়েছিলেন ব্যাঙ্কে কর্মরত এক তরুণী। বাড়িতে থেকে মায়ের দেখভাল করার জন্য বসের কাছে আবেদন করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৮
Share:

—প্রতীকী ছবি।

চিকিৎসার ত্রুটির জন্য মা গুরুতর অসুস্থ। তাই বসের কাছে কয়েক দিনের ছুটির আবেদন জানিয়েছিলেন বেসরকারি ব্যাঙ্কের কর্মী। এই আবেদনের প্রত্যুত্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থেকে যা জবাব পেয়েছিলেন তাতে হতবাক হয়ে যান তরুণী। সমাজমাধ্যমের একটি পোস্টে সেই ঘটনার উল্লেখ করতেই নিন্দার ঝড় উঠেছে। ব্যাঙ্কের ম্যানেজারের নির্দয় আচরণের সমালোচনায় মুখর হয়েছেন অধিকাংশ নেটাগরিক। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

তরুণী পোস্টে লিখেছেন, দীর্ঘ কোনও ছুটি বা বিশেষ সুবিধা তিনি চাননি। হঠাৎ করে আসা পারিবারিক সঙ্কট মোকাবিলার জন্য কিছু দিন সময় চেয়েছিলেন যাতে বাড়িতে থেকে মায়ের দেখভাল করতে পারেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তরুণীর বস্‌ জানিয়ে দিয়েছেন ছুটি মঞ্জুর করা সম্ভব নয়। কাজে যোগ দিতেই হবে তরুণীকে। যদি তাঁর মা অসুস্থ হন তাঁকে বাড়িতে না রেখে কোনও আশ্রয় বা সেবাকেন্দ্রে ভর্তি করে দিয়ে আসা উচিত। ব্যাঙ্কের ম্যানেজারের এই নির্দেশ থেকে স্পষ্ট হয়েছিল যে তরুণীকে তাঁর চাকরি ও পরিবারের মধ্যে একটি বেছে নিতে হবে।

কর্তৃপক্ষের থেকে এ-হেন ঠান্ডা আচরণ পেয়ে তরুণী স্তব্ধ হয়ে গিয়েছিলেন। বসের নির্দেশ অমান্য করে মায়ের জন্য বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কয়েক দিন পরই এই সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছিল তাঁকে। পদত্যাগ করতে বাধ্য করা হয়। দীর্ঘ দিনের কর্মী হওয়া সত্ত্বেও সঙ্কটকালে সংস্থা মানবিকতার খাতিরে এতটুকু ছাড় দেয়নি বলে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন পোস্টদাতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement