viral video

ভিড়ে ঠাসা মহাকাল মন্দিরে আগুন! অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল বিশৃঙ্খলা, আতঙ্ক, ভিডিয়ো প্রকাশ্যে

মন্দিরের ছাদ থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ছাদের একটি ঘর। আগুন লাগায় আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন অনেক পুণ্যার্থী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৫:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

ইনভার্টারের ব্যাটারি থেকে আগুন লাগল মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। সোমবার বেলার দিকে উজ্জয়িনীর মন্দিরের ছাদের একটি ঘরে আগুন লাগার ঘটনার খবর পাওয়া যায়। মন্দিরের ১ নম্বর প্রবেশপথে অবস্থিত দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অফিস থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, ইনভার্টারের ব্যাটারিতে বিস্ফোরণের কারণে আগুন লাগে। বিস্ফোরণের পর কাছে রাখা একটি জেনারেটরেও আগুন ধরে যায়। আগুন লাগার ঘটনার একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘সান্যম জৈন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, মন্দিরের ছাদ থেকে গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। দাউ দাউ করে জ্বলছে ছাদের একটি ঘর। আগুন লাগায় আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন অনেক পুণ্যার্থী। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে ভক্তদের প্রবেশ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আগুন নেবানোর পর আবার মন্দির খুলে দেওয়া হয়। আগুন লাগার খবরে মন্দিরে কিছু ক্ষণের জন্য সামান্য বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গিয়েছে।

বৈশাখ মাসে এই মন্দিরে এমনিতেই ভিড় বেশি থাকে। তার উপর সোমবার হওয়ায় শিবমন্দিরে ভিড় এমনিতেই বেশি ছিল। গত বছরও উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছিল। অগ্নিদগ্ধ হন পূজারি-সহ ১৩ জন। মহাকালেশ্বর মন্দিরে সে দিন ভস্ম আরতি চলছিল। সেই সময় আবির ছোড়া হয়। সেই আবির প্রদীপের উপর পড়ায় আগুন লেগে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement