ছবি: সংগৃহীত।
পোষ্যের গায়ে পেঁচিয়ে রয়েছে বিষধর সাপ। ফণা উঁচিয়ে ছোবল মারতে উদ্যত সরীসৃপটি। প্রাণের মায়া ত্যাগ করে ছাগলছানাকে বাঁচাতে এগিয়ে এলেন পশুপালক। অদ্ভুত এক কায়দায় সাপটিকে ধরে অবোলা প্রাণীটির জীবন বাঁচালেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পোষ্যের প্রতি মায়া দেখে অনেকেই তরুণের প্রশংসা করেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যে চরছে এক পাল ভেড়া ও ছাগল। তাদের মধ্যে একটি ছোট্ট ছাগলের গায়ে জড়িয়ে রয়েছে বেশ বড় একটি সাপ। নীল কুর্তা ও পাজামা পরা এক তরুণ খুব ধীরে সেই ছাগলটির দিকে এগিয়ে গেলেন। তাঁর হাতে লম্বা পাইপের মতো লাঠি। ছাগলছানাটিও সাপের ভয়ে নট নড়নচড়ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। তরুণ পাইপটি খুব সাবধানে সাপের সামনে নিয়ে গিয়ে তার মুখটি ভরে দেন। লেজটি ধরে ছাগলের শরীর থেকে সাপটিকে সরিয়ে দেন তিনি। বিষাক্ত সাপের কবল থেকে বেঁচে যায় ছাগলটি।
ভাইরাল এই ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রিয়্যালচেরোকিআউল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ১ কোটি ৩০ লক্ষ বার দেখা হয়েছে। লাইক ও কমেন্টের ঝড় বয়ে গিয়েছে ভিডিয়োয়। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ছাগলটির সাহস দেখার মতো। মৃত্যুর কবলে পড়েও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে।’’ তরুণের উদ্যোগের প্রশংসা করে এক জন লিখেছেন, ‘‘ছাগলের মালিক বুদ্ধিমান।’’