viral video

মঙ্গলসূত্র পরানোর ঠিক আগে কেঁদে ভাসালেন কনে! ‘মনের কথা শুনে’ মণ্ডপ ছাড়লেন প্রেমিকের হাত ধরে

বিয়ের মণ্ডপে কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত বর। আর সামনে দাঁড়িয়ে আকুল হয়ে কেঁদে ভাসাচ্ছেন কনে। পরে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর ছেড়ে চলে যান কনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। বিবাহ সম্পন্ন হওয়ার ঠিক আগের মুহূর্তে মত বদলে ফেললেন কনে। পারিবারিক চাপে বিয়ে করতে রাজি হলেও শেষমেশ মনের ডাকেই সাড়া দিলেন তরুণী। প্রেমিকের হাত ধরে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেলেন কনে। দু’জনের নিরাপত্তার জন্য সঙ্গে ছিল পুলিশও। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসনে। বিয়ের আসরে হাজির হয়েও পাত্রকে বিয়ে করতে আপত্তি জানান পাত্রী। কনের নাম পল্লবী এবং পাত্রের নাম বেণুগোপাল। শ্রী আদিচুঞ্চনগিরি কল্যাণ মণ্ডপে বসেছিল বিয়ের আসর। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে প়়ড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত বর। তাঁর সামনে দাঁড়িয়ে আকুল হয়ে কেঁদে ভাসাচ্ছেন কনের সাজে সজ্জিতা পল্লবী। তাঁকে প্রশ্ন করেন বেণুগোপাল। উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকেন তরুণী। পাশে দাঁড়ানো এক প্রৌঢ়াকে কিছু বলতে দেখা যায়। এর পরের দৃশ্যে দেখা যায়, সাদা শার্ট পরা এক তরুণের হাত ধরে পল্লবী বিয়ের মণ্ডপ ছে়ড়ে বেরিয়ে আসছেন। পল্লবীর মুখ কাপড়ে ঢাকা। সঙ্গে রয়েছেন কয়েক জন পুলিশ। প্রেমিককে নিয়ে পল্লবী একটি গাড়িতে উঠে যান ও বিয়ের আসর ছেড়ে চলে যান।

সরকারি স্কুলের শিক্ষক বেণুগোপালের সঙ্গে স্নাতকোত্তর পল্লবীর বিয়ে ঠিক হয় পরিবারের সম্মতিতে। পল্লবীর এই বিয়েতে মত ছিল না। উভয় পক্ষের কয়েকশো অতিথির সামনেই বিয়ের অনুষ্ঠান হঠাৎ করেই বাতিল করা হয়।

Advertisement

২৪ মে ভিডিয়োটি এক্সে ‘ঘর কা কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ২০ লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে ১২ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে। প্রচুর প্রতিক্রিয়াও জমা পড়েছে ভিডিয়োয়। সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকে তরুণীর সাহসের প্রশংসা করেছেন। এক জন লিখেছেন, ‘‘পরিবারের সিদ্ধান্তের চাপে বিয়ে করলে তিনটি জীবন নষ্ট হত।’’ আর এক জন অবশ্য তরুণীর আচরণের সমালোচনা করে লিখেছেন, ‘‘বিয়ের আগে পাত্রকে সব খুলে বললেই পারতেন তরুণী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement