viral video

রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কা, ‘রণং দেহি’ মূর্তি নিয়ে তেড়ে গেল খুদে, মায়ের জন্য আবেগ দেখে মজল নেটপাড়া

গাড়ির ধাক্কায় পড়ে আঘাত লাগলেও শিশুটি নিজের কথা না ভেবে মায়ের জন্য আকুল হয়ে ওঠে। এক বার মায়ের গায়ে হাত বুলিয়ে দিতে ছুটে আসে। পরক্ষণেই আবার দৌড়ে যায় গাড়িটির দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১১:৫২
Share:

ছবি: সংগৃহীত।

রাস্তা পার হচ্ছিলেন মা ও পুত্র। জ়েব্রা ক্রসিং দিয়েই পার হচ্ছিলেন দু’জনে। তবে সেই সময় রাস্তার সিগন্যাল খোলা থাকায় হঠাৎ করেই একটি গাড়ি এসে জোরে ধাক্কা মারে তাঁদের। কয়েক মিটার দূরে ছিটকে পড়েন তরুণী এবং তাঁর ছোট্ট শিশুটি। রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি ভয় পেয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেও সে তার মায়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। এমনই এক মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ওই পরিস্থিতিতেও খুদেটির মায়ের প্রতি চিন্তা ও ভালবাসার প্রকাশ দেখে বাহবা দিয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ির ধাক্কায় পড়ে আঘাত লাগলেও শিশুটি নিজের কথা না ভেবে মায়ের জন্য আকুল হয়ে ওঠে। এক বার মায়ের গায়ে হাত বুলিয়ে দিতে ছুটে আসে। পরক্ষণেই আবার দৌড়ে যায় গাড়িটির দিকে। রাগের চোটে গাড়ির সামনের অংশে লাথি মারতে থাকে ছোট ছোট পা দিয়েই। আঙুল উঁচিয়ে গাড়িচালককে শাসাতে দেখা যায় তাকে। আবার কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে এসে মাকে তুলে ধরার চেষ্টা করে। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। দু’জনে যখন রাস্তা পার হচ্ছিলেন তখন সিগন্যাল চালু ছিল কি না, তা স্পষ্ট জানা যায়নি। বিপরীত দিক থেকে ছুটে আসা গাড়িগুলি দেখে বোঝা যাচ্ছে সম্ভবত চালকের এখানে কোনও দোষ ছিল না। তা ছাড়া তিনি সময়মতো ব্রেকও কষেছিলেন।

ভিডিয়োয় শিশুর মায়ের প্রতি গভীর ভালবাসা ও রক্ষার আকুতি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। রাস্তা পার হওয়ার নিয়মকানুন নিয়ে পরামর্শ দিয়েছেন অনেকে। ভিডিয়োটি ২১ মে পোস্ট করার পর থেকে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। দুর্ঘটনার ধাক্কা ভুলে মাকে আদর করতে দেখে এক জন নেটমাধ্যম ব্যবহারকারী এটিকে ‘হৃদয়স্পর্শী মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement