Viral Video

বিছানায় ঘুমিয়ে তরুণ, পায়ের উপর ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ মৃত্যু! ভিডিয়োর শেষ দৃশ্য দেখে শিউরে উঠল নেটপাড়া

ভাইরাল এক ভিডিয়োয় দেখা গিয়েছে সাপটি দিব্যি বিছানায় শুয়ে রয়েছে। সেই বিছানায় শুয়ে রয়েছেন এক তরুণও। তাঁর পায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে সাপটি। প্রায় ২ মিনিটের এই ভিডিয়োয় শঙ্খচূড়টিকে ঘরের ভিতরে শান্ত ভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:০৪
Share:

ছবি: সংগৃহীত।

এক ব্যক্তির শোয়ার ঘরে ঢুকে পড়ল সাক্ষাৎ যমের দূত। ১০ ফুট লম্বা একটি শঙ্খচূড়। পুরোপুরি বর্ষা নামার আগেই শুকনো জায়গা খুঁজতে খুঁজতে শীতল রক্তের এই প্রাণীটি সেঁধিয়ে গেল একেবারে বিছানার মধ্যে। সেই বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলেন এক ব্যক্তিও। ঘুমন্ত ব্যক্তির পায়ের উপর ঘুরে বেড়াল সেই বিষধর প্রাণীটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দেখে শিউরে উঠছেন দর্শক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি উত্তরাখণ্ডের বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সাপটি দিব্যি বিছানায় শুয়ে রয়েছে। সেই বিছানায় শুয়ে রয়েছেন এক তরুণও। তাঁর পায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে সাপটি। প্রায় ২ মিনিটের এই ভিডিয়োয় শঙ্খচূড়টিকে ঘরের ভিতরে শান্ত ভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। আর বিছানায় শুয়ে থাকা ব্যক্তি এটির ভিডিয়ো তৈরি করেছেন। ভিডিয়োর শেষের দিকে দেখা যায় চেরা জিভ বার করে ধীরে ধীরে সেটি ক্যামেরার দিকে এগিয়ে আসছে। ভিডিয়োর একেবারে শেষে দেখা গিয়েছে ভয়ঙ্কর একটি মুহূর্ত। বিশাল সাপটি তার ফণা তুলে দাঁড়িয়ে পড়ে বিছানার উপরে। ভিডিয়োয় দেখা সাপটির আচরণ দেখে অনেকে এটিকে তরুণের পোষ্য বলে মন্তব্য করেছেন।

‘ইমতিয়াজ মেহমুদ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়োর শেষে সাপের চেহারা দেখে অনেকেই আঁতকে উঠেছেন। ২২ মে পোস্ট করা ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে এই ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement