Viral Video

নদীর পার দিয়ে হাঁটছিলেন পর্যটকেরা, আচমকা বাড়ল স্রোত, নিমেষে ভেসে গেলেন দু’জন! মৃত এক, নিখোঁজ অপর জন

বাঁধের জল ছাড়ায় নদীর স্রোত আচমকা বেড়ে যায়। কসৌলের কাছে পার্বতী নদীর তীরে হাঁটতে থাকা দুই পর্যটক সেই জলস্রোতের মধ্যে আটকা পড়ে যান। জলোচ্ছ্বাস এসে ভাসিয়ে নিয়ে যায় তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৪:১৬
Share:

ছবি: সংগৃহীত।

নদীর তীরে হাঁটতে বেরিয়েছিলেন দুই পর্যটক। আচমকা প্রবল জলের তোড়ে ভেসে গেলেন দু’জনেই। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুলু জেলায় পার্বতী জলবিদ্যুৎ প্রকল্প (বরশৈণী বাঁধ) থেকে হঠাৎ করে জল ছেড়ে দেওয়া হয়েছে। নদীর স্রোত আচমকা বেড়ে যায়। কসৌলের কাছে পার্বতী নদীর তীরে হাঁটতে থাকা দুই পর্যটক সেই জলস্রোতের মধ্যে আটকা পড়ে যান। জলোচ্ছ্বাস এসে ভাসিয়ে নিয়ে যায় তাঁদের। উত্তরপ্রদেশের আজ়মগঢ়ের বাসিন্দা ৩৫ বছর বয়সি প্রশান্ত চৌরাসিয়া নামে এক তরুণের মৃতদেহ নদীর একটি দ্বীপ থেকে উদ্ধার করা হয়। সেই ঘটনারই ভয় ধরানো একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বাঁধভাঙা জলস্রোতে ভাসতে ভাসতে চলেছেন এক জন। শুধুমাত্র তাঁর হাতটি জলের উপরে উঠে রয়েছে। নদীতে প্রবল স্রোত তাঁদের টেনে নিয়ে চলে গেল। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে নদীর জলস্তর হঠাৎ করেই বৃদ্ধি পেতে শুরু করে। পর্যটকরেরা ঘুরতে এসে নদীতে পড়ে যান। স্থানীয়েরা তাঁদের ভেসে যেতে দেখেন। সময় নষ্ট না করে পুলিশ এবং জরুরি পরিষেবাগুলিকে খবর দেন তাঁরাই। মণিকরণ থানার পুলিশ, হোমগার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী এবং স্থানীয় উদ্ধারকারী দল ‘দ্য লিটল রেভেল’ মিলে পর্যটকদের উদ্ধারের প্রচেষ্টা চালানো হয়। এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অপর জনের খোঁজ চলছে।

উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন যে, ঘটনার সময় বেশ কয়েক জন পর্যটক নদীর তীরে ছিলেন। জল ছাড়ার পর তাঁদের বেশির ভাগই উঁচু স্থানে উঠে পড়লেও ওই দু’জন হতভাগ্য পর্যটক পালাতে সক্ষম হননি। এই ঘটনায় অভিযোগ উঠেছে কোনও রকম আগাম সতর্কতা ও ঘোষণা ছাড়াই বাঁধের জল ছেড়ে দেওয়া হয়। জল ছাড়ার আগে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না তা জানার জন্য একটি জেলাশাসক পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement