রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে এবং স্বাধিকার রক্ষা নিয়ে মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে সরব হন শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুটার শাখার সম্পাদক দেবব্রত দাস বলেন, “অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক পদ শূন্য। কিন্তু কর্মসমিতির সরকারি প্রতিনিধিরা বলছিলেন, এর জন্য সরকারি অনুমতি লাগবে। শিক্ষক, কর্মীদের পেনশন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ নিয়েও আমরা প্রতিবাদ করি। ঠিক হয়েছে, শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া এখনই শুরু করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা শূন্যপদে নিয়োগ নিয়ে ইতিমধ্যে উচ্চ শিক্ষা দফতরে চিঠি দিয়েছি। ২০১৬-র পরে ন্যাকের পরিদর্শন হয়নি রবীন্দ্রভারতীতে। সেটাও করতে হবে। এনআইআরএফেও আমরা এ বার শামিল হব। তাতে বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রসার এবং যথাযথ স্বীকৃতি লাভে সুবিধা হবে। এ সবের জন্যও শূন্যপদ পূরণ জরুরি।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে