ছবি: সংগৃহীত।
ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। জল জমে চারদিক থইথই। আবর্জনা ভেসে যাচ্ছে জলের মধ্যে দিয়ে। হু হু করে জল ঢুকছে খোলা ম্যানহোলে। প্রবল বৃষ্টিপাতের মধ্যেই যেন মাটি ফুঁড়ে খালি গায়ে এক ব্যক্তির উদয় হল সেখানে। যেমন-তেমন ভাবে নয়, নাটকীয় ভাবে খোলা ম্যানহোল থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। অদ্ভুত সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে দর্শকের। দৃশ্যটি অনেককেই হতবাক করেছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সেই অবস্থানও সঠিক ভাবে জানা যায়নি।
ভিডিয়োটির শুরুতে দেখা গিয়েছে একটি জলমগ্ন রাস্তায় বেশ কয়েক জন পথচারী একটি দোকানে আশ্রয় নিয়েছেন। বৃষ্টি কমার অপেক্ষায় তাঁরা দাঁড়িয়ে রয়েছেন। ভিডিয়োটি তাঁদের মধ্যেই কেউ ক্যামেরাবন্দি করেছেন। হঠাৎ করেই দেখা যায় জমা জলে তোলপাড় শুরু হয়েছে। ওই জলের স্রোতের মধ্যে থেকে উঠে দাঁড়ালেন ওই ব্যক্তি। উর্ধ্বাঙ্গ খালি অথচ মাথায় বাঁধা রয়েছে টুপি। শুধু তাই নয়, ম্যানহোল থেকে উঠে এসে তিনি গোরিলার মতো করে বুক চাপড়াতে শুরু করেন। সেই আচরণ দেখে হতবাক হয়েছেন সেখানে উপস্থিত সকলেই।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। মানুষের আচরণ কতটা অপ্রত্যাশিত এবং অদ্ভুত হতে পারে তার উদাহরণ হয়ে উঠেছে এই ভিডিয়োটি। ভিডিয়োটি ইনস্টাগ্রামে প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যে ২৯ লক্ষ বার দেখা হয়েছে। মজার এই ভিডিয়োয় লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন ‘‘বৃষ্টি, জমা জল এবং সম্ভবত একটু বেশি অ্যালকোহল একসঙ্গে মিশে এই পরিস্থিত তৈরি করেছে।’’ দ্বিতীয় জন লিখেছেন, “লোকটি মৃত্যুকে স্পর্শ করে শেষ মুহূর্তে ফিরে এসেছেন।’’