Bizarre

বাবার প্রেমিকাকে দুষ্টু ভিডিয়োর মডেল বলে উপহাস মেয়ের, ক্ষুব্ধ বাবা প্রকাশ করলেন ভয়ানক সত্য

তরুণীর বাবা নতুন এক বান্ধবীর সঙ্গে মেয়ের পরিচয় করিয়ে দেন। তাঁকে দেখেই চটে যান তরুণী। তরুণী বাবাকে মুখের উপরই জানিয়ে দেন তাঁর বান্ধবীকে দেখতে প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটের মডেলদের একজনের মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৭:৫৭
Share:

ছবি: প্রতীকী।

ক্রোধ থেকে কথা কাটাকাটি, তিক্ততা। আর সেই রাগ থেকে দীর্ঘ দিন ধরে চাপা পড়া সত্যিগুলি হঠাৎ করেই সামনে চলে আসে। সম্পর্কের অপ্রত্যাশিত চেহারা প্রকাশ্যে আসার সঙ্গে শুরু হয় টানাপড়েন। তেমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ৪৯ বছর বয়সি এক ব্যক্তি। সমাজমাধ্যমে রেডিটে এসে তিনি ও তাঁর মেয়ের মধ্যে তৈরি হওয়া এক অবাঞ্ছিত পরিস্থিতির কথা জানিয়েছেন। বাবা এবং ১৯ বছর বয়সি মেয়ের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের দ্বন্দ্বের ফলে তাঁদের ব্যক্তিগত জীবনই তছনছ হয়ে গিয়েছে। সামনে এসেছে এক ভয়াবহ সত্যি।

Advertisement

এক জন রেডিট ব্যবহারকারী ফোরামে এই ঘটনাটি শেয়ার করেছেন। সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ৩৪ হাজারের বেশি প্রতিক্রিয়া ও হাজার হাজার মন্তব্য পড়েছে সেই পোস্টে। সেখানে ওই ব্যক্তি লেখেন, ‘‘আমার মেয়ে আমাকে বলেছিল যে আমার নতুন বান্ধবী দেখতে দুষ্টু ভিডিয়োর এক জন মডেলের মতো। সেই কথা শোনার পর বাবা ও মেয়ের মধ্যে সংঘাত শুরু হয়। এই কথা থেকে তর্কাতর্কি ও মনোমালিন্য। সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌছে যায় যে তরুণীর বাবা তাঁকে তাঁর মায়ের গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেন। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তাঁদের বিবাহবিচ্ছেদের পর থেকে মেয়ের কাছ থেকে গোপনেই রেখেছিলেন। পোস্টে ওই ব্যক্তি লেখেন, কয়েক বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের দুই সন্তান। ছেলে তাঁর মায়ের সঙ্গে থাকেন। মেয়ে সব সময়ই তাঁর বাবার সঙ্গে থাকতেন। উভয় সন্তানই দীর্ঘ দিন ধরে জানেন বিবাহবিচ্ছেদ বাবার ব্যর্থতার কারণে হয়েছে।

সমস্যা তৈরি হয় যখন তরুণীর বাবা ও পোস্টদাতা নতুন এক বান্ধবীর সঙ্গে মেয়ের পরিচয় করিয়ে দেন। তাঁকে দেখেই চটে যান তরুণী। বাবাকে মুখের উপরই জানিয়ে দেন, তাঁর নতুন বান্ধবীকে দেখতে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের এক জন মডেলের মতো। এই অপমানে ক্ষুব্ধ হয়ে বাবা রাগের মুহূর্তে দীর্ঘ দিনের গোপন কথা প্রকাশ করেন। তরুণীকে তাঁর বাবা জানান, তাঁদের মা তাঁকে একাধিক বার প্রতারণা করেছিলেন। এর ফলেই তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

Advertisement

বাবার কাছ থেকে মায়ের সম্পর্কে জানতে পেরে হতবাক হয়ে যান তরুণী। ঘটনাটি তাঁর মাকে জানান। এই বিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় প্রাক্তন দম্পতির। পরে অবশ্য ওই তরুণী তাঁর বাবার কাছে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। সমাজমাধ্যমে এই পোস্টটি নিয়ে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। বেশির ভাগ নেটাগরিক তরুণীর আচরণের নিন্দা করেছেন। আবার অনেকে পোস্টদাতার মনোভাবের সমালোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement