Viral Video

বুলেটগতিতে ঘুমন্ত ‘পাহারাদারের’ টুঁটি টিপে তুলে নিয়ে গেল বন্য শ্বাপদ! দাঁড়িয়ে দেখলেন আবাসনের রক্ষী

ভিডিয়োয় দেখা গিয়েছে চেয়ারে বসে রয়েছেন পাহারাদার। চিতাবাঘটি বুলেটের গতিতে ছুটে আসে এবং প্রহরীর পাশে শুয়ে থাকা কুকুরটির টুঁটি ধরে তড়িৎগতিতে পালিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১১:৫২
Share:

ছবি: সংগৃহীত।

হাতের সামনে মানুষ পেয়েও শিকার করল না চিতাবাঘ। সহজ শিকারকেই বেছে নিল হিংস্র শ্বাপদ। চুপিসাড়ে এসে ঘুমন্ত এক কুকুরছানাকে ঝড়ের বেগে তুলে চম্পট দিল বন্যপ্রাণীটি। উত্তরাখণ্ডের চামোলি গঢ়ওয়ালের গৌচরের ঘটনা। একটি চিতাবাঘ হঠাৎ করেই একটি আবাসিক এলাকায় ঢুকে পড়ে। প্রহরীর পাশ থেকেই ঘুমন্ত কুকুরটিকে তুলে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

রাস্তার কুকুরেরা স্পষ্টতই চিতাবাঘের মতো প্রাণীদের ভয় পায়। ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্যটি। চিতাবাঘটিকে কাছে আসতে দেখে অন্য কুকুরগুলি তাদের ঘুমন্ত সঙ্গীকে ছেড়ে বিদ্যুৎগতিতে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এই ঘটনাটি ২৬ মে গভীর রাতে ঘটেছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে চেয়ারে বসে রয়েছেন পাহারাদার। চিতাবাঘটি বুলেটের গতিতে ছুটে আসে এবং প্রহরীর পাশে শুয়ে থাকা কুকুরটির টুঁটি ধরে তড়িৎগতিতে পালিয়ে যায়।

সেখানে আরও দু’টি কুকুর শুয়ে ছিল। চিতাবাঘের আগমনবার্তা পেয়ে ঘুমন্ত সঙ্গীকে ফেলে লেজ গুটিয়ে দৌড় দেয় তারা। রক্ষী চেয়ার থেকে উঠে লাঠিজাতীয় কিছু নিয়ে চিতাবাঘটিকে তাড়া করার চেষ্টা করেন। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। ‘আস্কভূপী’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement