Viral Video

রেহাই পেল না সদ্য তৈরি হওয়া রাস্তা, পিচ খুবলে বাড়ি নিয়ে গেলেন স্থানীয়েরা! অকুস্থল কি বিহার? প্রশ্ন সমাজমাধ্যমে

নবনির্মিত রাস্তার সামনে জড়ো হয়েছেন বেশ কয়েক জন বাসিন্দা। এক ব্যক্তিকে দেখা গিয়েছে ইট দিয়ে পিচের রাস্তাটি খোঁড়ার চেষ্টা করছেন। অত্যুৎসাহী এক জন আবার কোদাল নিয়েও হাজির হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৩:৫৪
Share:

ছবি: সংগৃহীত।

সেতু, রেল ইঞ্জিন, পুকুর চুরির মতো এ বার রাস্তাও গেল চুরি হয়ে। রাস্তায় পিচ পড়তেই তা খুবলে নিয়ে চলে যাচ্ছেন স্থানীয়েরা। নতুন তৈরি রাস্তার নির্মাণসামগ্রী, অ্যাসফল্ট কংক্রিট বড় বড় গামলায় ভরে সাইকেলে চাপিয়ে প্রকাশ্যেই নিয়ে চলে আসছেন তাঁরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে হতবাক হয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে নবনির্মিত রাস্তার সামনে জড়ো হয়েছেন বেশ কয়েক জন বাসিন্দা। এক ব্যক্তিকে দেখা গিয়েছে ইট দিয়ে পিচের রাস্তাটি খোঁড়ার চেষ্টা করছেন। অত্যুৎসাহী এক জন আবার কোদাল নিয়েও হাজির হয়েছেন। সেই কোদালের সাহায্যে সদ্য তৈরি হওয়া রাস্তার পিচ খুঁড়ে নিয়ে পাত্রে তুলে রাখছেন। বাসিন্দারা উৎসাহের সঙ্গে রাস্তার নির্মাণসামগ্রী সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা সুস্পষ্ট নয়। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের ধারণা এটি পড়শি রাজ্য বিহারের ঘটনা।

এই ধরনের ঘটনা অস্বাভাবিক হলেও বিহারে তা নতুন নয়। এর আগেও বিহারের জেহানাবাদ জেলার আংশিক ভাবে নির্মিত ৩ কিলোমিটার রাস্তার নির্মাণসামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। অভিযোগের তির উঠেছিল গ্রামবাসীদের দিকেই। সেই ভিডিয়োটিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বলিটক্স নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পর এটি নিয়ে বিপুল চর্চা শুরু হয়েছে। ২ লক্ষ ২০ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়। প্রায় আড়াই হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিহারের কখনও পরিবর্তন হবে না।’’ এর আগে বিহারে ২০২২ সালের নভেম্বর মাসে বেগুসরাইয়ে আস্ত রেল ইঞ্জিন চুরির নজির রয়েছে। ওই বছরেরই গোড়ার দিকে রোহতাস জেলায় একটি ৬০ ফুটের সেতুও চুরি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement