ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মেলায় ঘুরতে এসে নাবালিকার শখ হয়েছিল নাচার। দর্শকের সামনে হাত-পা নেড়ে গানের সঙ্গে নাচতে শুরু করেছিল সে। হঠাৎই ভিড়ের মধ্যে কাকে যেন দেখে থমকে গেল কিশোরী। ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন এক মহিলা। তাঁকে দেখে দৌড়ে পালাতে গেল কিশোরী। তাতেও রক্ষা হল না। মায়ের হাতে ধরা পড়ল সে। ওই ভাবে মেয়েকে সকলের সামনে নাচতে দেখে রেগে আগুন মা। রাগের চোটে সকলের সামনে মারতে শুরু করেন মেয়েকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে মজার ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঠে মেলার আসর বসেছে। সেখানে আকাশি ফুলছাপ সালোয়ার-কামিজ় পরা এক কিশোরীকে সকলের সামনে নাচতে দেখা যায়। উপস্থিত অনেকেই সেই নাচের ভিডিয়ো তুলছিলেন। কিশোরীর নাচ দেখতে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড়ের মাঝে নজর পড়তেই কিশোরীর নাচের গতি কমে আসে। আচমকাই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসেন কিশোরীর মা। কিশোরী যেখানে নাচছিলেন সেখানে ঢুকে মারতে শুরু করেন। মায়ের রণমূর্তি দেখে ভয় পেয়ে সেই মুহূর্তেই পিঠটান দেয় কিশোরী। ভিডিয়োটি ফেব্রুয়ারি মাসে পোস্ট করা হলেও কবে বা কোথায় এটি ক্যামেরাবন্দি করা হয়েছে তা জানা যায়নি।
ভিডিয়োটি এখনও পর্যন্ত কয়েক লক্ষ বার দেখা হয়েছে। দু’লক্ষের বেশি লাইক জমা পড়েছে। মজার ভিডিয়োটি দেখে মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। মেয়েকে শাসন করার জন্য অনেকেই তার মাকে বাহবা জানিয়েছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘একদম উচিত কাজ করেছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এমন অভিভাবকেরই প্রয়োজন রয়েছে সমাজে।’’