viral video

সিড়ি বেয়ে নামছে ‘ঝর্নার জল’, প্ল্যাটফর্ম যেন সুইমিং পুল! বানভাসি বাণিজ্যনগরীর মেট্রো স্টেশন, রইল ভিডিয়ো

টানা বৃষ্টির জেরে কার্যত থমকে গিয়েছে মুম্বই। শহরের একাধিক এলাকা জলমগ্ন। ব্যাহত যান চলাচল ও বিমান পরিষেবা। জল জমতে দেরি হয়নি মাত্র কয়েক সপ্তাহ আগেই চালু হওয়া অ্যাকোয়া মেট্রোয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৬:১৮
Share:

ছবি: সংগৃহীত।

পুরোপুরি বর্ষা আসেনি এখনও। তার আগে এক রাতের বৃষ্টিতে ভাসল নবনির্মিত মুম্বই মেট্রো লাইন। সদ্য উদ্বোধন হওয়া অ্যাকোয়া লাইনে থই থই করছে জল। স্টেশনের ছাদ ফুঁড়ে নামছে জলধারা। সিড়ি দিয়ে হু হু করে নামছে জলের ধারা। প্লাটফর্মেও হাঁটু ডোবা জল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বেহাল দশা কয়েক দিন আগে চালু হওয়া নতুন মেট্রো স্টেশনের। প্লাবিত মুম্বই মেট্রোর বেশ কয়েক়টি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়ো।

Advertisement

টানা বৃষ্টির জেরে কার্যত থমকে গিয়েছে মুম্বই। শহরের একাধিক এলাকা জলমগ্ন। ব্যাহত যান চলাচল ও বিমান পরিষেবা। জল জমতে দেরি হয়নি মাত্র কয়েক সপ্তাহ আগে চালু হওয়া অ্যাকোয়া মেট্রোয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওরলি যাওয়ার ওই লাইনে আচার্য আত্রে স্টেশনে হাঁটু সমান জল জমে রয়েছে। এর ফলে মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা স্থগিত করে দিতে বাধ্য হন। কর্মীদের অনত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ওই লাইনে। মুম্বই মেট্রো কর্তৃপক্ষ এক্সে জানিয়েছিলেন, ‘‘অপ্রত্যাশিত ও প্রযুক্তিগত সমস্যার কারণে মেট্রো লাইন-৩-এ ট্রেন পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। আচার্য আত্রে চকের পরিবর্তে শুধুমাত্র ওরলি স্টেশন পর্যন্ত ট্রেন চালানো হয়।’’

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও নেটাগকরিকেরা প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘অ্যাকোয়া লাইন সত্যিকারের ‘অ্যাকোয়া’র অনুভূতি দিচ্ছে।’’ আর এক জন নেটাগরিকের সরস মন্তব্য, ‘‘যখন এই মেট্রোটির নামকরণ করা হয়েছিল তখন এই দিনের কথা ভেবেই নাম দেওয়া হয়েছিল।’’ সারা রাত বৃষ্টির পর সোমবার সকালেও ঝড়বৃষ্টি অব্যাহত বাণিজ্যনগরী মুম্বইয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement