viral video

মিষ্টি পানীয়ের টেট্রা প্যাকে ‘নিষিদ্ধ তরল’! বিয়ের মঞ্চে মুখে দিতেই চমকে উঠলেন বর, রইল ভিডিয়ো

এক জন ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে বসে থাকা বরকে আমের রস দিচ্ছেন। একটি বহুলপ্রচারিত আমের স্বাদের পানীয়ের ছোট টেট্রা প্যাক বরের হাতে দিয়েছেন এক তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

বিয়ে মানেই আনন্দ, মজা হাসি-ঠাট্টা। বিয়ের সময় প্রায়ই শ্বশুরবাড়িতে বরের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব নানা মজার কাণ্ড করে থাকেন। বিশেষ করে জুতো লুকিয়ে বরের থেকে টাকা আদায়। মিষ্টির মধ্যে লেবুর রস বা লঙ্কাগুঁড়ো মিশিয়ে বরকে তা খেতে দেওয়ার মতো মজা চলে বিয়ের আসরে। সেই রকমই বিয়ের অনুষ্ঠানের একটি মজার ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। এক জন ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে বসে থাকা বরকে আমের রস দিচ্ছেন। একটি বহুলপ্রচারিত আমের স্বাদের পানীয়ের ছোট টেট্রা প্যাক বরের হাতে দিয়েছেন এক তরুণ। বর তাতে চুমুক দিতেই ঘটল আসল ঘটনা। মুহূর্তেই বরের মুখের অভিব্যক্তি গেল পাল্টে। ফিরিয়ে দিলেন সেই পানীয়। সেই দৃশ্যই ধরা পড়েছে ভিডিয়োয় এবং তা পোস্ট করার পরই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Advertisement

কেন বরের এই আচরণ, তার কারণও রয়েছে ভিডিয়োয়। ‘আবির বিশ্বাস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি গত ডিসেম্বরে পোস্ট করা হয়েছে। বিয়ের ব্যস্ততার মধ্যে বরকে চাঙ্গা রাখতে কেবল আমের রস দেননি ওই তরুণ। তিনি পানীয়ে সিরি়ঞ্জে করে রামের ফোঁটা মিশিয়ে দিচ্ছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, টেট্রা প্যাকের মধ্যে ইনজেকশনের সিরিঞ্জে ভরে রাম মিশিয়ে দেওয়া হয়েছে। বন্ধু তাঁকে পানীয়টি এনে দিতেই বর এটিকে একটি আমের স্বাদের পানীয় মনে করে চুমুক দেন।মুখে দিতেই ভুল ভাঙে বরবাবাজির। পানীয়ে যে মদ মেশানো হয়েছে তা বুঝতে পেরেই হাসতে হাসতে তা ফেরত দিয়ে দেন বর।

ঘটনাটি মজা করে করা হলেও তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। কেউ কেউ এটিকে মজার বলে মনে করলেও অনেকেই এই কাজের সমালোচনা করেছেন। ‘‘বিয়ের অনুষ্ঠান কোনও নাটক নয়, এটা একটা রীতি’’, মন্তব্য এক জন নেটাগরিকের। ভিডিয়োটি ৬ কোটি ৪০ লক্ষ বার দেখা হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement