ছবি: সংগৃহীত।
কালো কুচকুচে বিশাল একটি সাপ। তাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে দেখা গেল একটি ৮-১০ বছরের বালককে। সাপটির মুখের সামনে নিজের মুখ নিয়ে গিয়ে সেটিকে ‘গিলে ফেলার চেষ্টা’ করতেও দেখা গিয়েছে তাকে। সাপের নাম শুনলে যেখানে বেশির ভাগ মানুষ আঁতকে ওঠেন, সেখানে ওই নাবালকটিকে দেখা গিয়েছে সাপ নিয়ে অবলীলায় খেলতে। মেঝেয় বসে সাপটির কাছে বার বার এগিয়ে গিয়ে বিষাক্ত সাপের মাথা খাওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে বাচ্চাটিকে। ভয়াবহ দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে হলুদ টি-শার্ট পরা একটি ছোট ছেলে মেঝেয় বসে আছে। তার সামনে ঘুরে বেড়াচ্ছে একটি বেশ বড় সাপ। প্রথমে সাপটির গলায় হাত দিয়ে তাকে আদর করতে শুরু করে সে। তার পর হঠাৎ সে সাপটির দিকে এগিয়ে গিয়ে মাথাটি খাওয়ার চেষ্টা করতে থাকে। দুই থেকে তিন বার একই আচরণ করতে থাকে সে। সাপটি ক্রমাগত পিছনে মাথা সরিয়ে নিতে থাকে। নাবালকটির এ-হেন আচরণ দেখে শিউরে উঠেছে নেটপাড়া।
‘জেজাক এসআই আদেন রিয়াল’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়েছে, ‘‘সাপটা বিপদে পড়েছে।’’ পোস্টটি এখন পর্যন্ত কয়েক হাজার বার দেখা হয়েছে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘সন্তানকে সাপের সঙ্গে কী ভাবে খেলতে দিয়েছেন অভিভাবকেরা। অন্য একজন লিখেছেন, ‘‘সাপটিকে দেখে মনে হচ্ছে না বিষাক্ত এবং এটি পোষা হতে পারে।’’