—প্রতীকী ছবি।
বেশ কয়েক বছরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ- তরুণী। বিয়ের প্রস্তুতি শুরু করে দেন তাঁরা। বিয়ের সমস্ত আয়োজন ও পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছিল এক বিবাহ পরিকল্পনাকারীকে। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। এরই মাঝে বিয়ের কনে জানতে পারেন, হবু বরের অন্য এক জনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। হবু বরের বান্ধবী কে তা জানার চেষ্টা করতেই তাঁর মাথায় যেন বাজ পড়ে। হবু কনে জানতে পারেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছে বিবাহ পরিকল্পনাকারী যুবকের। দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক সত্ত্বেও, তাঁর সঙ্গীর জীবনের এই গোপন দিকটি অজানাই থেকে গিয়েছিল তাঁর।।
‘দ্য মিররের’ প্রতিবেদনে বলা হয়েছে পাত্র রুবেন (নাম পরিবর্তিত) সম্প্রতি টরেন্টোর একটি সংবাদমাধ্যমে পরামর্শ কলামে চিঠি পাঠিয়ে নিজের এই সমস্যার কথা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন তাঁর জীবন জটিল হয়ে উঠেছে। তিনি বাগ্দত্তাকে ছেড়ে ওই যুবকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। এর ফলে তাঁদের বিয়ের সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন রুবেনের বাগ্দত্তা। এত দিন যাঁকে ভালোবাসতেন, তাঁর নতুন সঙ্গীর কথা জানার পর কনে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর পর তিনি বিয়ে করতে অস্বীকার করেন। প্রতিবেদনে বলা হয়েছে যে, বর তাঁর বাগ্দত্তাকে জানিয়েছিলেন, তিনি বিয়ের পরেও তাঁর নতুন সম্পর্ক চালিয়ে যেতে চান। হবু বরের সমকামী সম্পর্ক কনের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই এই বিয়ে বাতিল করে দেন যুগল।