bizarre

সিটি স্ক্যানের বদলে গোটা শহর স্ক্যান করার ‘পরামর্শ’ চিকিৎসকের! বানান ভুল, না ডিগ্রি? ভাইরাল প্রেসক্রিপশন নিয়ে ধন্দ

ফেসবুক ব্যবহারকারী ‘মুকেশ কপূর’ একটি প্রেসক্রিপশনের ছবি পোস্ট করেছেন। যদিও সেই প্রেসক্রিপশনটি বেশ পুরনো, ২০১৮ সালের। চিকিৎসক সেখানে রোগীকে সিটি স্ক্যানের জন্য পরামর্শ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১২:১১
Share:

ছবি: সংগৃহীত।

বেশির ভাগ চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে রোগীদের একটা সাধারণ অনুযোগ থাকে— তাঁদের হাতের লেখা পড়ে বোঝা যায় না। ওষুধের নাম ও রোগের বিবরণ পাঠোদ্ধার করতে গেলে শরণাপন্ন হতে হয় ওষুধের দোকানের। এ বার প্রকাশ্যে এল একটি প্রেসক্রিপশন। চিকিৎসক সেখানে রোগীকে সিটি স্ক্যান করানোর নিদান দিয়েছেন। কিন্তু সামান্য সেই বানানও সঠিক লিখতে পারেননি চিকিৎসক। সম্প্রতি সেই প্রেসক্রিপশনের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্টটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজরে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সংবাদ শিরোনামেও উঠে এসেছে সেই ভাইরাল প্রেসক্রিপশনের ছবি। যদিও সেই পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারী ‘মুকেশ কপূর’ প্রেসক্রিপশনের একটি ছবি পোস্ট করেছেন। যদিও সেই প্রেসক্রিপশনটি বেশ পুরনো, ২০১৮ সালের। সম্প্রতি সেই পুরনো ছবিটিই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। প্রেসক্রিপশনে বানান ভুল ছিল। সেটি দেখে তৈরি হয়েছে বিতর্ক। এক দিকে চিকিৎসকের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটগরিকেরা। পোস্টের ছবি দেখে অনেকে আবার দাবি তুলেছেন, এটি মনোযোগ আকর্ষণের জন্য ইচ্ছাকৃত ভাবে লেখা হয়েছে। চিকিৎসক সেখানে রোগীকে সিটি স্ক্যানের জন্য পরামর্শ দিয়েছেন। সেই সিটি বানানটি ইংরেজিতে তিনি যা লিখেছেন, তার অর্থ শহর।

ভাইরাল প্রেসক্রিপশনটির পোস্টে ২৭ হাজারের বেশি লাইক জমা পড়েছে। অসংখ্য মন্তব্য করা হয়েছে পোস্টে। নেটাগরিকের একাংশ তাঁকে বলিউডি সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মুন্নাভাই তকমা দিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী রসিকতা করে জিজ্ঞাসা করেছিলেন, ‘‘কোন শহরের স্ক্যান করা দরকার?’’ কেউ কেউ অনুমান করেছেন, এই চিকিৎসক টাকার বিনিময়ে ডিগ্রি অর্জন করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement