ছবি: সংগৃহীত।
কুমিরের সঙ্গে কেরামতি দেখাতে গিয়ে বিপদে পড়লেন এক তরুণ। জলে নেমে কুমিরের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে ভয়াবহ বিপদ ডেকে আনলেন তিনি। ইচ্ছাকৃত ভাবে জলের রাজাকে উত্ত্যক্ত করতে গিয়ে খেলেন মারাত্মক কামড়। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন দর্শকেরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। সেখান দেখা গিয়েছে, একটি ছোট্ট ঘেরা জলাশয়ের মধ্যে রয়েছে একটি কুমির। তাকে নিয়ে কসরত দেখাচ্ছেন এক তরুণ। সেই বিপজ্জনক খেলা দেখতে হাজির হয়েছেন অনেক দর্শক। ভিডিয়োয় দেখা গিয়েছে, জোর করে কুমিরের চোয়াল ধরে হাঁ করানোর চেষ্টা করছেন তিনি। চোয়ালের উপরের অংশটি ধরে বেশ জোরে জোরে ঝাঁকাতে থাকেন ওই যুবক। এর পর তিনি যা করলেন, তা দেখে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। নিজের একটি পা তুলে কুমিরের মুখের সামনে এনে নাড়াতে শুরু করলেন তিনি। সেই সুযোগেরই অপেক্ষায় ছিল কুমিরটি। বিদ্যুৎগতিতে তাঁর পা শক্ত চোয়াল দিয়ে কামড়ে ধরে ফেলে। মানুষে-কুমিরে প্রবল লড়াই শুরু হয় জলের নীচে। তবে প্রাণে বেঁচে যান তরুণ। তাঁর পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি দেখে তরুণের অবিমৃশ্যকারিতা নিয়ে চর্চা শুরু করেছেন নেটাগরিকেরা। ভিডিয়ো দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে। প্রায় সকলেই তরুণের বোকামির নিন্দা করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মানুষ এত বোকাও হতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কারও প্রাণের মায়া কি এত কম হতে পারে?’’