Viral Video

বিনা অনুমতিতে জল তোলপাড়, সার্ফিং করতে গিয়ে ‘হিংসুটে’ রাজহাঁসের কামড় খেয়ে জলে ডুবলেন তরুণ!

এক জন তরুণ সার্ফিং করছিলেন। হঠাৎ করেই কোথা থেকে একটি সাদা ধবধবে বিশাল রাজহাঁসের উদয় হয়। ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে সার্ফারকে আক্রমণ করে বসে সে। মুহূর্তের মধ্যে পুরো খেলা নষ্ট করে দেয় পাখিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:১৯
Share:

ছবি: সংগৃহীত।

একে তো না বলেকয়ে এলাকার মধ্যে অনুপ্রবেশ। তার উপর আবার জল উথালপাথাল করে বিরক্ত করা। শাস্তি তো দিতেই হবে। তাই তেড়ে এসে পায়ে এক কামড়। আর তাতেই পরিকল্পনা সফল। জলের মধ্যে সার্ফিং করা এক ব্যক্তিকে আচমকাই আক্রমণ করে বসল একটি বড়সড় রাজহাঁস। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মজার ভিডিয়োটি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে তা-ও সুস্পষ্ট নয়।

Advertisement

মজার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক তরুণ সার্ফিং করতে করতে জল কেটে এগিয়ে চলেছেন। হঠাৎ করেই কোথা থেকে একটি সাদা ধবধবে বিশাল রাজহাঁসের উদয় হয়। ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে সার্ফারকে আক্রমণ করে সে। মুহূর্তের মধ্যে পুরো খেলা নষ্ট করে দেয় পাখিটি। হিংস্র পাখিটি প্রথমে ঠোঁট দিয়ে তরুণের পায়ে আঘাত করার চেষ্টা করে। পাখিটির অতর্কিত আক্রমণে হকচকিয়ে যান তরুণ। হাত দিয়ে রাজহাঁসটিকে সরানোর চেষ্টাও করেন তিনি। সার্ফিং বোর্ডের উপর পাখিটি উঠে পড়তেই তরুণ ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান। যে দড়িটি ধরে জল কাটিয়ে এগিয়ে চলেছিলেন সেটি হাত থেকে ফস্কে যায়। টাল সামলাতে না পেরে জলের মধ্যে ছিটকে পড়ে হাবুডুবু খেতে থাকেন সার্ফার।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘নেচারইজ়মেটাল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ছ’দিন আগে পোস্ট হওয়া ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৫৫ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটাগরিক ভিডিয়ো দেখে মজা করে লিখেছেন, “আমরা যখন কারও বাড়িতে না জানিয়ে যাই তখন এমনই হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement