Viral Video

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম ও কামরার মাঝে পড়লেন যাত্রী! ছুটে গেলেন কনস্টেবল, কী ঘটল তার পর?

চলন্ত কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেসে ওঠার চেষ্টা করার সময় পিছলে পড়ে যান ৪৪ বছর বয়সি এক যাত্রী। তিনি পশ্চিমবঙ্গের মির্জাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কনস্টেবল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৪:০২
Share:

ছবি: সংগৃহীত।

চলন্ত ট্রেনে দৌড়ে দরজার হাতল ধরে উঠতে গিয়ে ঘটল ভয়াবহ ঘটনা। পা পিছলে ট্রেনের কামরা এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে গেলেন এক যাত্রী। প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাঁকে বাঁচালেন স্টেশনে কর্তব্যরত এক রেলরক্ষী। হাড়হিম করা দৃশ্যের সাক্ষী রইল ওড়িশার কটক স্টেশন। চলন্ত কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেসে ওঠার চেষ্টা করার সময় পিছলে পড়ে যান ৪৪ বছর বয়সি এক যাত্রী। তিনি পশ্চিমবঙ্গের মির্জাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কনস্টেবল। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে পিটিআইয়ের এক্স হ্যান্ডলে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে প্ল্যাটফর্মের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কিছুটা কম ছিল। চলন্ত ট্রেনেই উঠতে গিয়েছিলেন এক ব্যক্তি। কাঁধে ছিল বেশ বড় একটি ব্যাগ। কিন্তু ট্রেনে ওঠার সময় তাঁর পা পিছলে যায়। চলন্ত ট্রেনে তিনি দেহের ভারসাম্য বজায় রাখতে পারেননি। ফলে তাঁর শরীরের অর্ধেক ঢুকে যায় ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের অংশে। বেশ কিছুটা দূরে প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে এগিয়ে যান তিনি। কাছেই দাঁড়িয়েছিলেন ওই রেলরক্ষী। তিনি দ্রুত যাত্রীর দিকে ছুটে যান এবং ঠিক সময়ে তাঁকে নিরাপদ স্থানে টেনে তুলে নিয়ে আসেন। এই সাহসিকতার জন্য কনস্টেবলকে ২,৫০০ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন রেল কর্তৃপক্ষ।

রেলরক্ষীর তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রী। তাঁর সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে। ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার ব্যাপারে রেল কর্তৃপক্ষের তরফে বার বার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফিরছে না যাত্রীদের। তাতেই এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন রেলের আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement