ছবি: সংগৃহীত।
সাপ নিয়ে নানা কসরত ও কায়দা দেখাতে গিয়ে ছোবল খেতে হয়েছে, সেই কামড়ে প্রাণ দিতে হয়েছে অনেককেই। তা সত্ত্বেও সমাজমাধ্যমে বাহবা কুড়োনোর নেশা কাটিয়ে উঠতে পারেন না অনেক সমাজমাধ্যমপ্রভাবী বা বিষয়স্রষ্টারা। একই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমের পাতায়। সাপের সঙ্গে খেলা করার সেই ভিডিয়ো দেখলে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নামতে বাধ্য। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একাধিক বিষাক্ত শঙ্খচূড়ের মাথায় চুম্বন করছেন এক তরুণ। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
শঙ্খচূড় বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। এর বিষে শক্তিশালী নিউরোটক্সিন রয়েছে। এক কামড়ে মানুষ তো কোন ছার, হাতিকে মেরে ফেলার শক্তি রয়েছে সাপটির। সেই ভয়ানক বিষধর সাপের সঙ্গে ‘ছেলেখেলা’ করতে দেখা গিয়েছে এক তরুণকে। তাঁর নাম-পরিচয় কী তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটিতে দেখা গিয়েছে বিশাল আকারের একাধিক ফণা তোলা শঙ্খচূড় সাপগুলির কাছে ধীরে ধীরে এগিয়ে গেলেন তিনি। তার পর হাঁটু মুড়ে বসে ধীরস্থির ভাবে সেগুলির মাথায় চুমু খেতে শুরু করলেন। একটু এ দিক-ও দিক হলেই ওই ব্যক্তির প্রাণহানি ঘটতে পারত।
তরুণের এই ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া স্টান্টটি সমাজমাধ্যমে লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এক দিকে বেশ কিছু নেটাগরিক তরুণের সাহসের প্রশংসা করে ‘ডেয়ারডেভিল’ বলে মন্তব্য করেছেন। তেমনি অন্য দিকে তাঁকে মূর্খ বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনেকে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারীর মন্তব্য, “ইন্ডিয়ানা জোন্স সিনেমার মতো মনে হচ্ছে, বাস্তব জীবনে এত ঝুঁকি নেওয়ার কী দরকার?”