jewellery

মায়ের কোটি টাকার গয়না ৬৮০ টাকায় বিক্রি করে ঠোঁট সাজালেন কন্যা, কিনলেন দুলও!

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, সাংহাইয়ের বাসিন্দা এক কিশোরী তাঁর মায়ের দশ লক্ষ ইউয়ান বা ১.১৬ কোটি টাকার অলঙ্কার চুরি করে মাত্র ৬০ ইউয়ান দামে বিক্রি করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫
Share:

—প্রতীকী ছবি।

নিজের ঠোঁটকে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলার জন্য মায়ের কোটি টাকার বেশি অলঙ্কার বিক্রি করে দিলেন কন্যা। বাড়ির সকলের অজান্তেই বহুমূল্য হাতের অলঙ্কার, গলার হার-সহ নানা রত্ন মাত্র ৬৮০ টাকার বিনিময়ে তা বিক্রি করে দেন ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইতে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, সাংহাইয়ের বাসিন্দা এক কিশোরী তাঁর মায়ের দশ লক্ষ ইউয়ান বা ১.১৬ কোটি টাকার অলঙ্কার চুরি করে মাত্র ৬০ ইউয়ান দামে বিক্রি করে। সেই টাকা দিয়ে তিনি নিজের ঠোঁট সাজানোর অলঙ্কার ও কানের দুল কিনেছেন ।

Advertisement

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই কিশোরীর মা ওয়াং, ‘পুতুও ওয়ানলি’ থানায় চুরির ঘটনাটি জানান। ওয়াং পরে আবিষ্কার করেন যে তাঁর মেয়ে লি, অজান্তেই সেই জ়েড পাথরের দামি অলঙ্কারগুলি নকল ভেবে অন্য দোকানে বিক্রি করে দিয়েছে। ওয়াং পুলিশকে জানান, কয়েক দিন আগে তাঁর মেয়ে কিছু টাকা চেয়েছিল। কিসের জন্য সেই টাকা দরকার তা জিজ্ঞেস করায় লি জানান তিনি নিজের জন্য অলঙ্কার কিনতে চান। লি জানান ৩০ ইউয়ান দিয়ে একটি লিপ স্টাড এবং আরও একটি কানের দুল কিনতে চান। সেটির দামও ৩০ ইউয়ান। ফলে মোট ৬০ ইউয়ান মায়ের থেকে চেয়েছিলেন তিনি। সেই টাকা না পেয়ে কিশোরী লি চুপিসারে মায়ের অলঙ্কার নিয়ে তা দোকানে বিক্রি করে টাকা নিয়ে আসেন। পুলিশ তদন্ত করে যেখানে জিনিসপত্র বিক্রি করা হয়েছিল সেই দোকানটি খুঁজে বার করে দামি গয়না ও পাথরগুলি উদ্ধার করে ওয়াংয়ের হাতে তুলে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement