viral video

রেস্তরাঁয় গিয়ে ভাই-বোনের সঙ্গে অভব্য আচরণ পুলিশ আধিকারিকের! ভিডিয়ো ছড়াতেই নেমে এল শাস্তির খাঁড়া

২৪ অক্টোবর কাটিহার জেলার বারসোইয়ের বিআর-১১ নামের একটি রেস্তরাঁ পরিদর্শনে গিয়েছিলেন অভিযুক্ত পুলিশ আধিকারিক রামচন্দ্র মণ্ডল। রেস্তরাঁয় পাশাপাশি বসে থাকা তরুণ ও তরুণীকে দেখে আক্রমণাত্মক ভঙ্গিতে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১১:২১
Share:

ছবি: সংগৃহীত।

রেস্তরাঁয় খেতে আসা তরুণ-তরুণীর সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি পেতে হল এক পুলিশ আধিকারিককে। স্থানীয় একটি রেস্তরাঁয় বসে থাকা ভাই-বোনের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে বিহারের বারসোই থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) রামচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই কাটিহারের পুলিশ সুপার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। রামচন্দ্রকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। ভাইরাল হয়েছে সেই ঘটনাটির ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে কাটিহারের পুলিশ সুপার (এসপি) শিখর চৌধরি অভিযুক্ত পুলিশ আধিকারিককে নিলম্বিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী পর্যায়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এই মর্মে ২৮ অক্টোবর কাটিহার পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। গত ২৪ অক্টোবর কাটিহার জেলার বারসোইয়ের বিআর-১১ নামের একটি রেস্তরাঁ পরিদর্শনে গিয়েছিলেন রামচন্দ্র। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে সমাজবিরোধীদের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে তল্লাশি চালাতে আসেন পাঁচ জন পুলিশকর্মী। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রামচন্দ্র ও এক আধিকারিক তিন জন মহিলা কনস্টেবলকে নিয়ে রেস্তরাঁয় ঢুকছেন। সেখানে পাশাপাশি বসে থাকা তরুণ ও তরুণীকে দেখে আক্রমণাত্মক ভঙ্গিতে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিক। তরুণ শান্ত ভাবে রামচন্দ্রের প্রশ্নের জবাব দেন। তরুণ জানান, পাশে বসে থাকা তরুণী তাঁর বোন।

তরুণের উত্তরে সন্তুষ্ট হননি রামচন্দ্র। দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, তরুণ-তরুণীর উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করেন রামচন্দ্র। ‘অশ্বিনীসহায়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রায় সাড়ে ন’হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। পুলিশ জানিয়েছে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement