viral video

বাস্তবের ‘অ্যাকোয়াম্যান’! নৌকা থেকে এক লাফে তিমি হাঙরের পিঠের উপর চড়লেন তরুণ, কী ঘটল তার পর?

তরুণ নৌকা থেকে আচমকা লাফিয়ে একটি বিশাল প্রাণীর উপরে উঠে পড়েন। সেই প্রাণীটিকে দেখে একটি হোয়েল শার্ক বা তিমি হাঙর বলে মনে করা হয়েছে। যদিও এই প্রাণীটি সাধারণত শান্ত স্বভাবেরই হয়ে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১১:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

ঘোড়া, উট বা হাতির পিঠে সওয়ার হয়ে ঘুরে বেড়ানোটা স্বাভাবিক। অনেকে আবার সমুদ্রের ডলফিনের সঙ্গে সখ্য পাতিয়ে তার পিঠে চড়ে ঘুরে বেড়ান। সম্প্রতি এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, এক তরুণ নৌকা থেকে ঝাঁপ দিয়ে একটি শার্ক হোয়েলের পিঠে চড়ে বসলেন। ভিডিয়ো দেখে ভয়ে শিউরে উঠ‌েছেন দর্শক। ভিডিয়োটি প্রকাশিত হতেই ঝড়ের গতিতে নজর কেড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণ নৌকা থেকে আচমকা লাফিয়ে একটি বিশাল প্রাণীর উপরে উঠে পড়লেন। সেই প্রাণীটিকে দেখে একটি হোয়েল শার্ক বা তিমি হাঙর বলে মনে করা হয়েছে। যদিও এই প্রাণীটি সাধারণত শান্ত স্বভাবেরই হয়ে থাকে। মানুষকে আক্রমণ করা বা কামড়ানোর বিশেষ নজির নেই। তবুও বিশেষজ্ঞেরা সতর্ক করেছেন যে এই ধরনের কার্যকলাপ সামুদ্রিক জীবনকে বিঘ্নিত করতে পারে। অনেক উপকূলীয় দেশে এই ধরনের আচরণ অবৈধ বলে বিবেচিত হতে পারে।

ভিডিয়োটি মূলত টিকটকে শেয়ার করা হয়েছিল এবং পরে এক্স, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়ো দেখে হাজার হাজার মন্তব্য জমা পড়েছে নেটাগরিকদের। ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। অনেকেই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার প্রাণীটিকে এ ভাবে বিরক্ত করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সম্ভাব্য বিপদগুলি তুলে ধরেছেন মন্তব্য বিভাগে। এক জন লিখেছেন, ‘‘নিজেকে অ্যাকোয়াম্যান মনে করছেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement