—প্রতীকী ছবি।
সুসজ্জিত বিয়ের মন্ডপ। অতিথি অভ্যাগতে ভরা। পাত্র-পাত্রীও সাত পাকে ঘোরার জন্য প্রস্তুত। বিয়ের আচার অনুষ্ঠান শুরু হতেই মাথায় হাত বর ও কনে দু’পক্ষেরই। হিন্দু বিবাহের অপরিহার্য উপাদানই যে উধাও! বরপক্ষ সেই গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে করে আনতে একেবারে ভুলে মেরে দিয়েছে। এই অবস্থায় বিয়ে গেল আটকে। ত্রাতা হয়ে এল অ্যাপনির্ভর পণ্য পরিষেবা সংস্থা। ভারতীয় বিয়ের এমনই একটি ভাইরাল ভিডিয়ো সমাজমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োটি শুরু হয়েছে বরের পোশাকে সজ্জিত এক তরুণের অকপট স্বীকারোক্তি দিয়ে। তাঁকে ক্যামেরার সামনে বলতে শোনা গিয়েছে, ‘‘সাত পাকে ঘোরার পর ছোট্ট অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিসের প্রয়োজন পড়বে। আর সেই জিনিস আমি সঙ্গে করে আনিনি।’’ সেই বিষম দরকারি বস্তুটি কী? সিঁদুর!
বরের মুখে এই কথা শুনে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের টনক নড়ে। কারণ সিঁদুর ছাড়া বিবাহের অনুষ্ঠান যে অসম্পূর্ণ। আতঙ্কিত হওয়ার পরিবর্তে, পরিবারের ছোট সদস্যেরা দ্রুত সমাধান বার করে ফেললেন। তাঁরা অনলাইনে সিঁদুর অর্ডার করার সিদ্ধান্ত নেন। কয়েক মিনিটের মধ্যেই, অ্যাপের মাধ্যমে পণ্য সরবরাহ সংস্থার ডেলিভারি কর্মী সেই জিনিসটি নিয়ে উপস্থিত হন। হাফ ছেড়ে বাঁচেন বর। বিবাহের আচার-অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ভোগসেয়ার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। বিবাহের অনুষ্ঠানে উপস্থিত তরুণদের বুদ্ধির প্রশংসা করেছেন নেটাগরিকেরা। অনেকেই রসিকতা করে মন্তব্য করেছেন যে, এই বাণিজ্যিক পণ্যপরিষেবা অ্যাপগুলি এখন বিবাহ পরিকল্পনাকারীদের মতোই অপরিহার্য হয়ে উঠেছে।