viral video

নিরাপত্তার নজর এড়িয়ে সিংহীর খাঁচায় ঢুকলেন তরুণ! কয়েক সেকেন্ডেই আঁচড়ে-কামড়ে ফালা ফালা, মৃত তরুণ, ভাইরাল ভিডিয়ো

১৯ বছরের এক যুবক নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সিংহীর খাঁচার ঘেরাটোপের মধ্যে ঢুকে পড়ে। একটি গাছ বেয়ে সে ‘এনক্লোজ়ারের’ ছাদের ফাঁকা অংশ দিয়ে নেমে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

ছবি: সংগৃহীত।

চিড়িয়াখানার নিরাপত্তার বেড়াজাল টপকে সিংহীর ‘এনক্লোজ়ারে’ ঢুকে পড়েছিল এক তরুণ। জলজ্যান্ত শিকারকে বাগে পেয়ে থাবা মেরে আঁচড়ে-কামড়ে ফালা ফালা করল বন্যপ্রাণী। আঘাত গুরুতর হওয়ায় উদ্ধার করার পর মারা যান ওই তরুণ। মর্মান্তিক এই ঘটনাটি ব্রাজ়িলের জোয়াও পেসোয়া চিড়িয়াখানার। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চিড়িয়াখানাটি স্থানীয়দের কাছে পার্ক জুবোটানিকো আরুদা কামারা বা ‘বিকা’ নামে পরিচিত। ঘটনাটি কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োয় দেখা গিয়েছে ঘটনার দিন চিড়িয়াখানায় পর্যটকদের বেশ ভিড় ছিল। তাদের মধ্যে থেকে ১৯ বছরের এক যুবক নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সিংহীর খাঁচার ঘেরাটোপের মধ্যে ঢুকে পড়ে। একটি গাছ বেয়ে সে ‘এনক্লোজ়ারের’ ছাদের ফাঁকা অংশ দিয়ে নেমে পড়ে। বেশ কিছুটা দূরেই বিশ্রাম করছিল সিংহীটি। গাছ বেয়ে যুবককে নামতে দেখে তিরের বেগে ছুটে আসে প্রাণীটি। তরুণের কাণ্ড দেখে হতবাক দর্শনার্থীরা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। তত ক্ষণে হাত ফস্কে গাছ থেকে পড়ে যান তরুণ। ঝাঁপিয়ে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তরুণকে আঁচড়ে-কামড়ে রক্তাক্ত করে দেয় সিংহীটি।

চিড়িয়াখানার আধিকারিক এবং নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করার জন্য ঘেরাটোপের মধ্যে ছুটে যান। গোটা চিড়িয়াখানায় বিশৃঙ্খল পরিস্থিতির সূত্রপাত হয়। তরুণের আঘাত গুরুতর ছিল তাই তাঁকে বাঁচানো যায়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরে ঘটনাস্থলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চিড়িয়াখানায় অনির্দিষ্ট কালের জন্য দর্শকের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার প্রযুক্তি এড়িয়ে কী ভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement