viral video

কায়াকিং করছিলেন তরুণ-তরুণী, জল কেটে এগিয়ে এল মূর্তিমান বিপদ! অল্পের জন্য বাঁচল তরুণের হাত

এক যুগল গভীর রাতে নৌকা অভিযান উপভোগ করছিলেন। তাঁরা ক্যামেরার দিকে তাকিয়ে নিজেদের মতো করে আনন্দে ছিলেন। ঠিক তখনই নৌকার পিছনে বসা তরুণী হঠাৎ করে কিছু লক্ষ করে হাসি থামিয়ে চুপ করে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৫:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

মধ্যরাতে কায়াকিং করতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন এক দম্পতি। প্রকৃতির মাঝে নিজেদের প্রেমকে ঝালিয়ে নিতে ডেটে গিয়েছিলেন এক তরুণ-তরুণী। সেই একান্ত মুহূর্তকে স্মরণীয় করে তুলতে তাঁরা নৌকাবিহারকে বেছে নিয়েছিলেন। অন্ধকারে নদীতে নৌকা চালানোর সময় তাঁদের নৌকার দিকে তেড়ে এল সাক্ষাৎ বিভীষিকা। যুগলের ডেটের মাঝখানে মূর্তিমান বাধা হয়ে উপস্থিত হল একটি কুমির। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে পুয়ের্তো রিকোয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুগল গভীর রাতের নৌকা অভিযান উপভোগ করছেন। তাঁরা ক্যামেরার দিকে তাকিয়ে নিজেদের মতো করে আনন্দে ছিলেন। ঠিক তখনই নৌকার পিছনে বসা তরুণী হঠাৎ করে কিছু লক্ষ করে হাসি থামিয়ে চুপ করে যান। তাঁর সঙ্গী তখনই জলের দিকে হাত ঝুঁকিয়ে ছিলেন। সেই মুহূর্তেই দেখা যায় জল কেটে এগিয়ে আসছে একটি কুমির। তড়িৎগতিতে হাত তুলে নেন তরুণ। ভয়ঙ্কর বিপদ ঘটার আগেই সতর্ক হয়ে যান তিনি। কুমিরটি নৌকার দিকে এগিয়ে এলেও আক্রমণ করেনি।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কয়েক লক্ষ মানুষ তা দেখেছেন। ভিডিয়ো দেখে প্রচুর মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘অল্পের জন্য বেঁচে ফিরেছেন। কায়াকিং করতে গিয়ে হাত খোয়াতে হত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement