viral video

জলের শিকারির হাত থেকে বাঁচতে ডাঙায় উঠল জেব্রা, ভাগ্যের ফেরে আর এক শিকারির হাতে গেল প্রাণ!

জলের ফাঁড়া কাটলেও ভাগ্যের হাতে পর্যুদস্ত হতে হল চতুষ্পদ প্রাণীটিকে। ডাঙায় ওত পেতে ছিল আর এক শিকারি

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৫:১৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবাদে আছে জলে কুমির ডাঙায় বাঘ। সেই প্রবাদের বাস্তব দৃশ্যের দেখা মিলল সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয়। জলে নেমেছিল এক জেব্রা। সেখানে অপেক্ষা করছিল জলের শিকারি। কোনও রকমে জল থেকে উঠে প্রাণ বাঁচিয়ে ডাঙায় উঠল প্রাণীটি। জলের ফাঁড়া কাটলেও ভাগ্যের হাতে পর্যুদস্ত হতে হল চতুষ্পদ প্রাণীটিকে। ডাঙায় ওত পেতে ছিল আর এক শিকারি। সুযোগ বুঝে অনায়াসে তাকে ধরে ফেলল হিংস্র চিতাবাঘ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জেব্রাটি জলে নামতেই জলে আলোড়ন ওঠে। তড়িঘড়ি জল থেকে পারে উঠে পড়তেই ঘটে আর এক বিপত্তি। সেখানে পড়ে থাকা একটি পাথরে খাঁজে পা আটকে যায় জেব্রাটির। কোনও ভাবেই সেই পাথুরে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারেনি প্রাণীটি। আর এই সুযোগের অপেক্ষায় পাথরের পিছনে ঘাপটি মেরে ছিল চিতাবাঘটি। জেব্রাটিকে পাথরে আটকে যেতেই পোয়া বারো হয় শিকারি চিতার। অনায়াসে ধীরেসুস্থে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে জেব্রাটির উপর। অসহায় অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় জেব্রাটি।

‘নেচার ইজ় ক্রুয়েল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পোস্ট করা এই ভিডিয়োটি ১৪ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। সাড়ে চার হাজারেরও বেশি মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োটিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement