viral video

হস্তীশাবকের লোভে জলের নীচ থেকে আক্রমণ! মা হাতির এক লাথিতে রণে ভঙ্গ দিল কুমির

জলের নীচে লুকিয়ে থাকা বিপদ থেকে সন্তানকে বাঁচাতে এগিয়ে এল মা হাতি। শাবককে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা গেল হাতিটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সন্তানের বিন্দুমাত্র ক্ষতি সহ্য করতে পারেন না কোনও মা-ই। একই কথা প্রযোজ্য পশুদের ক্ষেত্রেও। শাবককে বুক দিয়ে আগলে রাখতে চায় পশুরাও। সন্তানের উপর কোনও আঘাত নেমে এলে রুখে দাঁড়াতে পিছপা হয় না তারা। মৃত্যুর হাত থেকে সন্তানকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলতেও দ্বিধা করে না বন্যপ্রাণরাও। সেই ঘটনাই ধরা পড়েছে একটি ভিডিয়োয়। জলের নীচে লুকিয়ে থাকা বিপদ থেকে সন্তানকে বাঁচাতে এগিয়ে এল মা হাতি। শাবককে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা গেল হাতিটিকে।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে বনের মাঝখানে একটি ছোট পুকুর রয়েছে। যেখানে হাতিটি তার বাচ্চার সঙ্গে খেলা করছে। হঠাৎ বাচ্চা হাতিটিকে আক্রমণ করে বসে একটি কুমির । এটা দেখেই মা হাতিটি মুহূর্তেই সতর্ক হয়ে যায়। আবার আক্রমণ করতে এলেই কুমিরটিকে উচিত শিক্ষা দেয় হাতিটি। কুমিরটি শীঘ্রই বুঝতে পারে সহজ শিকার ভেবে সে একটা বড় ভুল করে ফেলেছে। ভিডিয়োটিতে হাতির চিৎকারও শোনা গিয়েছে।

হাতিটি জলের মধ্যেই কুমিরটিকে তার পায়ের তলায় পিষে ফেলতে শুরু করে। হাতির পায়ে লাথি খেয়ে বেগতিক দেখে জল ছেড়ে ডাঙায় উঠে পিঠটান দেয় কুমিরবাবাজি। ভিডিয়োটি বন দফতরের আধিকারিক প্রশান্ত নন্দের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা পুরনো এই ভিডিয়োটি আরও এক বার ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement