viral video

বিয়ের মঞ্চে তরুণের সঙ্গে উদ্দাম নাচ তরুণীর! দেখেই ছুটে এসে যুবককে চড় কষালেন আর এক তরুণ

আত্মীয়স্বজন সকলেই মেতে উঠেছেন বিয়ের আনন্দে। ভোজপুরি গানের তালে পা মেলাচ্ছিলেন তরুণ-তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪২
Share:

ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ির হুল্লোড় চলছে। আনন্দ, মজা, নাচে, গানে জমে উঠেছে বিয়ের আসর। উপস্থিত আত্মীয়স্বজন সকলেই মেতে উঠেছেন বিয়ের আনন্দে। ভোজপুরি গানের তালে পা মেলাচ্ছিলেন এক তরুণ-তরুণী। হঠাৎ করেই গেল উৎসবের তাল কেটে। অন্য এক যুবক এসে তরুণীর সঙ্গে নাচতে থাকা যুবকটির গালে সজোরে চড় কষিয়ে দিলেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছে বোনকে এক তরুণের সঙ্গে নাচতে দেখে রেগে আগুন হলেন দাদা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমে বলা হয়েছে পুরো ভিডিয়োটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ছেলে ও একটি মেয়ে বিয়ের অনুষ্ঠানে নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছে। তাঁদের ঘিরে নাচছে আরও কয়েক জন তরুণ-তরুণী। গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা নাচের তালে মেতে ওঠে। সেই সময়ই হাজির হন তরুণীর দাদা । তিনি এসে একটি তরুণের মুখোমুখি নাচতে থাকা তরুণীকে হাত ধরে টেনে নাচের মঞ্চ থেকে নামিয়ে দেন। সকলের সামনে আকস্মিক ভাবেই একটি চড় মেরে বসেন যুবককে। থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যান যুবক। প্রথমে সকলে নাটকীয় ঘটনায় হতবাক হয়ে গেলেও পরে তাঁরা আবার নাচ আরম্ভ করে দেন। ভিডিয়োটি দেখে হাজার হাজার নেটমাধ্যমব্যবহারকারী তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। কয়েক লক্ষ বার দেখা হয়েছে মজার এই ভিডিয়োটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement