ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।
বারান্দায় বেতের ঝুড়িতে শুয়েছিল তিনটি বিড়ালছানা। পাশেই পাহারা দিচ্ছিল মা। খোলা দরজা দিয়ে হঠাৎ করে ঢুকে পড়ে একটি শেয়াল। তড়িৎগতিতে এসে একটি ছানাকে মুখে তুলে পালাোনর চেষ্টা করতেই রুখে দাঁড়াল মা বিড়াল। সন্তানকে রক্ষা করল শিকারির হাত থেকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দাজার ডট কম।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির নীচে কাঠের মেঝেয় ঝুড়িতে শুয়ে রয়েছে তিনটি বিড়ালছানা। দরজার পাশেই কালো রঙের মা বিড়ালটি বিশ্রাম করছিল। এক তলার দরজাটি খোলা পেয়ে বাইরে থেকে ছুটে বাড়িতে ঢুকে পড়ে একটি শেয়াল। চোখের পলকে ঝুড়ি থেকে একটি ছানাকে মুখে করে তুলে পালানোর চেষ্টা করে বন্য প্রাণীটি। সন্তানের বিপদ দেখে তেড়ে এসে শেয়ালটির উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে কালো বিড়ালটি। রাগে ফুঁসতে ফুঁসতে আক্রমণ করে শিয়ালটিকে। মা বিড়ালের রুদ্ররূপ দেখে ভয়ে ছানাটিকে মুখ থেকে ছুড়ে ফেলে দেয় শিয়ালটি। লাফিয়ে আবার দরজার দিক থেকে ঘরের ভিতরে ঢুকে ঝুড়ির দিকে চলে আসে ছোট্ট প্রাণীটি। মা বিড়ালটি তেড়ে এসে থাবা বসায়ে শিয়ালের গায়ে। বেগতিক দেখে লেজ তুলে চম্পট দেয় শিকারি প্রাণীটি।
এক্স হ্যান্ডলে ‘লভঅ্যানিম্যাল১১১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর ৬০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৩৯ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ যেমন অবাক হয়েছেন তেমনই ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েক জন নেটাগরিকের দাবি এটি এআই দ্বারা সম্পাদিত একটি ভিডিয়ো। তবে গ্রোক এটিকে এআই সম্পাদিত ভিডিয়ো নয় বলেই জানিয়েছে।