viral video

জমা বরফে আটকে হরিণ! বরফের নদীতে নৌকো ভাসিয়ে প্রাণ বাঁচালেন দুই তরুণ, উদ্ধারের ভিডিয়ো ভাইরাল

বরফের পাতলা আস্তরণের মধ্যে আটকে পড়ে হরিণটি। অসহায় প্রাণীটির প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন দুই তরুণ। বরফ ভেঙে উদ্ধার হল অবোলা জীব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১১:১৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বরফে জমে যাওয়া নদীতে আটকে পড়ে হরিণ। সেই নদীতে নৌকো নিয়ে যাচ্ছিলেন দুই তরুণ। অসহায় প্রাণীটিকে দেখে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন নৌকোয় থাকা দুই ব্যক্তি। প্রাণ রক্ষা হয় হরিণটির। মর্মস্পর্শী সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ভিডিয়ো থেকে জানা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীর জল প্রায় জমে গিয়েছে। বরফের পাতলা আস্তরণের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে একটি হরিণ। চিৎ হয়ে বরফে আটকে ভাসছে চতুষ্পদী প্রাণীটি। নদীর মাঝামাঝি জায়গায় আটকে পড়ে হরিণটি। ঠান্ডায় জমে গেলেও নিঃশ্বাস চালু রাখার জন্য লড়াই করছিল সেটি। যদিও বরফ ভেঙে উঠে দাঁড়ানোর বা বেশি নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না অবোলা প্রাণীটি। শুধুমাত্র পা দু’টি নাড়াতে সক্ষম ছিল এটি। সেই সময় নৌকা নিয়ে সেখানে পৌঁছে যান দুই ব্যক্তি। নদীর বরফের আস্তরণ ভেঙে নৌকো বেয়ে হরিণটির কাছে পৌঁছে যান এক জন। পা দু’টি টেনে কোনও রকমে জল থেকে উদ্ধার করে আনা হয় জীবটিকে। নৌকোয় তুলে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়। চিকিৎসা ও পরিচর্যার পর হরিণটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় বলে ভিডিয়োর শেষের দিকে দেখা গিয়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘গ্যাব্রিয়োলো কোর্নো’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। হরিণ উদ্ধারের ভিডিয়োটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। ইতিমধ্যে ৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। ২০ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। হরিণটির জীবন বাঁচানোর জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement