viral video

কালো সন্তান জন্ম দিলেন শ্বেতাঙ্গ তরুণী, যমজ শিশুর রূপ দেখে রাগে ফেটে পড়লেন ফর্সা বাবা, অস্বীকার করলেন পিতৃত্ব!

হাসপাতালের কক্ষে সদ্যোজাত দুই সন্তানকে কোলে নিয়ে হাপুস নয়নে কেঁদে চলেছেন এক তরুণী। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা তরুণ সন্তানদের চেহারা দেখে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১২:০৭
Share:

—প্রতীকী ছবি।

সন্তান জন্ম নেওয়ার মুহূর্তটি সমস্ত বাবা-মার কাছেই বিশেষ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে প্রথম চাক্ষুষ করার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করতে পারা যায় না। তবে কারও কারও ক্ষেত্রে সন্তানের মুখ দেখার অনুভূতি আনন্দের বদলে হতাশা ও অবিশ্বাসের জন্ম দেয়। সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সেই দৃশ্য। যমজ সন্তানের চেহারা দেখে ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে এক তরুণকে। ভিডিয়োটি ভাইরাল হলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে হাসপাতালের কক্ষে সদ্যোজাত দুই সন্তানকে কোলে নিয়ে হাপুস নয়নে কেঁদে চলেছেন এক তরুণী। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা তরুণ সন্তানদের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তরুণকে বলতে শোনা গিয়েছে, ‘‘এটা কী? এরা আমার সন্তান নয়।’’ এর পর তিনি চিৎকার করে বলতে শুরু করেন, ‘‘ওদের ত্বক কালো, ওদের চুলও কালো, ওরা আমার বাচ্চা নয়!’’ বাচ্চা দু’টিকে দেখে বাবার এই প্রতিক্রিয়ায় তরুণীর চোখের জল বাঁধ মানছিল না। তরুণ বার বার বলতে থাকেন, ‘‘ওরা আমার বাচ্চা নয়!’’ চিৎকার, কান্না এবং বিশৃঙ্খলায় হাসপাতালের ভেতর নাটকীয় অবস্থা তৈরি হয়।

ইনস্টাগ্রামের ‘বিয়িংমিম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়েছে, “কালো চুল এবং কালো ত্বকের যমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা। দেখে বাবা হতবাক।” এই ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তার কোনও সুস্পষ্ট উল্লেখ নেই। তাই ভিডিয়োটি আসল কি না তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলে দাবি নেটাগরিকদের। ভিডিয়োটি সমাজমাধ্যমে বহু বার দেখা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। বেশির ভাগই মজার মন্তব্য। আবার কয়েক জন বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। জিনগত ভাবে, বাবা-মা উভয়েরই ত্বক ও চুলের রং সাদা হলেও সন্তানের কালো চুল হওয়া সম্ভব বলে মত নেটাগরিকদের একাংশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement