viral video

বীর্যের দামই পাঁচ লাখ, ২৩ কোটির ষাঁড় অনমোলের ‘মৃত্যুর’ ভিডিয়ো ছড়াতেই উত্তেজনা! জানা গেল আসল সত্যি

বেশ কয়েক বছর ধরেই পুষ্করের পশুমেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে অনমোল। মুরা প্রজাতির ষাঁড়ের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ২৩ কোটি টাকা দাম ধার্য হয়েছে অনমোলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১২:৪২
Share:

ছবি: সংগৃহীত।

রাজস্থানের পুষ্করের পশুমেলায় মৃত্যুর গুজব ছড়াল ২৩ কোটি টাকা দাম ষাঁড়ের। নাম তার অনমোল। গত শুক্রবার হঠাৎ করে অনমোলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করে দাবি ওঠে, মেলার গর্ব ওই ষাঁড়টি হঠাৎ মারা গিয়েছে। ভিডিয়োগুলি দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে সত্যিটা প্রকাশ্যে আসে। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ শিরোনামে উঠে এসেছিল হরিয়ানার সিরসার অন্যতম দামি এই ষাঁড়টি। বেশ কয়েক বছর ধরেই পুষ্করের পশুমেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে অনমোল। মুরা প্রজাতির এই ষাঁড়ের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ২৩ কোটি টাকা দাম ধার্য করা হয়েছে অনমোলের। এ-হেন বহুমূল্য ষাঁড়টির মৃত্যু হয়েছে বলে দাবি ওঠে সমাজমাধ্যমে। এর পর থেকে বিষয়টি এক্স, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং হয়ে যায়। ভিডিয়ো দেখে প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তাঁদের অনেকেরই দাবি, ষাঁড়টির ওজন বৃদ্ধি করার জন্য তাকে মাদকের ইঞ্জেকশন দেওয়া হত। সে কারণেই মৃত্যু হয়েছে তার।

স্থানীয় সূত্র এবং মেলার উদ্যোক্তারা এই ভিডিয়ো বা সংবাদ প্রতিবেদনগুলির দাবি অস্বীকার করেছেন। পুষ্কর মেলার আয়োজকরা জানিয়েছেন যে, অনমোল সম্পূর্ণ সুস্থ, এবং তার মৃত্যুর খবর মিথ্যা। তাঁদের দাবি, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি পুরনো বা সম্পাদিত। সমাজমাধ্যমে উত্তেজনা তৈরির জন্য ব্যবহার করা হয়েছে সেটি। অনমোলের মালিকও একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, আনমোল আগের চেয়ে সুস্থ এবং বর্তমানে বিশ্রাম নিচ্ছে।

Advertisement

তাগড়াই চেহারার ষাঁড় আনমোল এর আগে একাধিক বার ঝড় তুলেছে সমাজমাধ্যমে। মালিকের ‘অনমোল’ রত্ন এই বিশাল আকারের ষাঁড়টির ওজন দেড় হাজার কেজি। তার রোজের খাবারের তালিকায় থাকে ২৫০ গ্রাম আমন্ড, ৪ কেজি বেদানা, ৩০টি কলা, ২০টি ডিম। এ ছাড়া সবুজ পশুখাদ্য, সয়াবিন, ভুট্টা, দেশি ঘি তো আছেই। তবে অনমোলের বয়স ৯ বছর। ষাঁড়টির মালিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রতি মাসে ৪-৫ লাখ টাকার বীর্য বিক্রি হয় ওই ষাঁড়টির। প্রতি সপ্তাহে দু’বার বীর্য সংগ্রহ করা হয়। প্রতি মাসে ষাঁড়টির জন্য খরচ হয় ৬০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement