viral video

বাইকের সঙ্গে রেষারেষি, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ! প্রবল ধাক্কায় ডিগবাজি খেয়ে দুমড়ে গেল কয়েক লক্ষের গাড়ি

জনশূন্য রাস্তায় একটি বাইককে অতিক্রম করতে গিয়ে প্রবল সংঘর্ষ হল ট্রাক ও থরের। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১১:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

মোটরবাইকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডিগবাজি খেয়ে উল্টে গেল চারচাকা। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বাইককে অতিক্রম করতে গিয়ে বিপদে পড়লেন থরের চালক। উল্টো দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেল লক্ষ লক্ষ টাকার গাড়িটি। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সিসিটিভি ফুটেজটি গত ২৭ অক্টোবরের। বিকেল ৫টা নাগাদ ঘটেছে ঘটনাটি। রাস্তাটি জনশূন্য। চার সেকেন্ডের মধ্যেই একটি দ্রুতগামী থর একটি বাইককে অতিক্রম করে চলে আসে। ঠিক তখনই, বিপরীত দিক থেকে একটি ট্রাকও দ্রুত গতিতে এগিয়ে আসছিল। বৃষ্টির কারণে থরের চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। চাকা পিছলে গিয়ে সটান ধাক্কা মারে ট্রাকে। থরের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে ভিডিয়োয়। ট্রাকটিও ধাক্কা লাগার পর থেমে যায়। দুর্ঘটনাটি ঘটার পর পিছনে আসা গাড়িগুলিও আচমকা থেমে যেতে বাধ্য হয়। দুর্ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।

‘মোটরডেভ২’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘ভেজা রাস্তায় মাহিন্দ্রা থরের টেক অফ!’’ ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। বাইকের সঙ্গে গাড়িচালকের রেষারেষি নিয়ে প্রচুর মন্তব্য জমা পড়েছে সমাজমাধ্যমে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘রেষারেষি করার জন্য একেবারেই ভুল জায়গা। গাড়িচালককেই এর মূল্য দিতে হল।’’ অন্য এক জন লিখছেন, ‘‘প্রতিযোগিতা সমানে সমানে করতে হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement