ছবি: সংগৃহীত।
জঙ্গলের রাজত্বে শিকারে ভাগ বসানোটা খুবই স্বাভাবিক। দলের কেউ শিকার করে আনলে অন্যরা তা দিয়ে উদরপূর্তি করে। তা বলে সিংহী শিকার করে আনার পর তার থেকে খাবারে ভাগ বসাবেন তরুণ! এমনই এক উলটপুরাণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
দক্ষিণ আফ্রিকার ভ্যালেন্টিন গ্রুয়েনার সিগ্রা নামের একটি সিংহীর তত্ত্বাবধায়ক। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, সিগ্রা একটি পূর্ণবয়স্ক অরিক্স জাতের হরিণ শিকার করে এনেছে। সেই শিকার থেকে গ্রুয়েনার এক খণ্ড মাংস কেটেও নেন। তাঁকে শিকারে ভাগ বসাতে দেখেও টুঁ শব্দটি করেনি সিগ্রা নামের সিংহীটি। উল্টে গ্রুয়েনার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে সে।
ভিডিয়োয় দেখা গিয়েছে ছুরি দিয়ে হরিণের মাংস কেটে ফেলার পর গ্রুয়েনার আগুন জ্বালানোর আগে এটি একটি ঝোপের উপর ঝুলিয়ে রাখেন। মাংস রান্না করার পর এক টুকরো মাংস সিগ্রার মুখে সামনে তুলে দেন তিনি। মানুষের খাবারের মতো তৈরি করা মাংস প্রত্যাখ্যান করে সিগ্রা। মাংস কাঁচাই খেতে পছন্দ করে বনের রানি। গ্রুয়েনার জানিয়েছেন, তার শিকার স্পর্শ করতে দিতে সিগ্রার কোনও আপত্তি নেই। বছরের পর বছর একসঙ্গে থাকার ফলেই এই বিশ্বাস ও মেলবন্ধন গড়ে উঠেছে। তবে অন্যদের এই বিষয়টি অনুকরণ করার চেষ্টা না করতেই পরামর্শ সিংহীর তত্ত্বাবধায়কের। তিনি জানান, কোনও বন্যপ্রাণী, বিশেষ করে সিংহের সঙ্গে কখনও এই আচরণ করা উচিত নয়। পোস্ট করার দু’দিনের মধ্যে ৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ২০১২ সালে জন্মানো সিগ্রা মাত্র ১০ দিন বয়স থেকেই গ্রুয়েনারের কাছে লালিত-পালিত হয়। তাঁদের সম্পর্কে প্রচুর মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়।