Home stay business

ভবিষ্যৎ না ভেবেই ছেড়ে দেন ১.৩ লক্ষ টাকার চাকরি, অতিথি আপ্যায়ন করে দ্বিগুণ রোজগার করেন ২৬ বছরের তরুণ!

এক রেডিট পোস্টে তরুণ লেখেন, গত বছর তিনি ১.৩ লক্ষ টাকার মাসিক বেতনের চাকরি ছেড়ে দিয়েছিলেন। কোনও নির্দিষ্ট পরিকল্পনাও ছিল না তাঁর। ভ্রমণ এবং নিজের কিছু করার স্বপ্ন ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ০৭:৫৫
Share:

ছবি: প্রতীকী।

বয়স মাত্র ২৬। তার মধ্যেই মাসিক ১.৩ লক্ষ টাকার চাকরির মায়া ত্যাগ করে এসেছেন। শুধুমাত্র ঘুরে বেড়ানোর নেশার জন্য। সেই ভ্রমণের নেশাই তাঁকে অন্য একটি পেশায় এনে ফেলেছে, যেখানে চাকরির থেকে দ্বিগুণ আয় করছেন ওই তরুণ। রেডিট সমাজমাধ্যমে তরুণের একটি পোস্ট ব্যবহারকারীদের নজর কেড়েছে। রাজস্থানের ২৬ বছর বয়সি এক যুবক সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানিয়েছেন যে, ভাল বেতনের কর্পোরেট চাকরি ছেড়ে দিয়েছেন। এখন আগের চেয়েও বেশি আয় করছেন।

Advertisement

রেডিট পোস্টে তরুণ লেখেন, গত বছর তিনি ১.৩ লক্ষ টাকার মাসিক বেতনের চাকরি ছেড়ে দিয়েছিলেন। কোনও নির্দিষ্ট পরিকল্পনাও ছিল না তাঁর। ভ্রমণ এবং নিজের কিছু করার স্বপ্ন ছিল। চাকরি ছাড়ার প্রথম কয়েক মাস ছিল চ্যালেঞ্জিং। অনিয়মিত আয়ের ভয়ও ছিল। গত এক বছরের কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতা তাঁকে নিশ্চিত আয়ে অনেকটাই সাহায্য করেছে। তিনি লিখছেন, ‘‘গত বছর আমি স্থায়ী চাকরি ছেড়ে রাজস্থানে হোমস্টে চালানোর জন্য চলে এসেছিলাম। কোনও বড় পরিকল্পনা ছিল না, শুধু নিজের মতো করে কিছু একটা করতে চেয়েছিলাম। আর ভ্রমণের নেশা তো সঙ্গে ছিলই।’’

প্রথম কয়েক মাস ছিল অনিশ্চয়তা ও অনির্দিষ্ট আয়। তাতে খানিকটা শঙ্কিতই ছিলেন তরুণ। তিনি জানিয়েছেন, একটি বিশেষ সংস্থার হোমস্টে চালিয়ে এক মাসে ২.১৮ লক্ষ টাকা আয় করেছেন তিনি। এ ছাড়াও অন্যান্য আয় মিলিয়ে তাঁর মোট মাসিক আয় আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে, যা তাঁর কর্পোরেট চাকরির চেয়ে কয়েক গুণ বেশি।

Advertisement

তিনি আরও জানিয়েছেন, রাতারাতি সাফল্য আসেনি। এর পিছনে ছিল সঞ্চয়, ধৈর্য ও হাড়ভাঙা খাটুনি। তরুণের পোস্টটিতে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে। এক জন রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘‘দুর্দান্ত মাইলফলক। ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা কী করতে পারে তা সত্যিই দেখার।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অতিথি আপ্যায়ন করাও সহজ নয়। অতিথিদের পরিচালনা, রক্ষণাবেক্ষণ সব কিছুতেই পরিশ্রম লাগে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement