uttar pradesh

বিয়েবাড়ির খাবারে থুতু মেশাচ্ছেন রাঁধুনি! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

উত্তর প্রদেশের মেরঠের একটি বিয়ের অনুষ্ঠানে খাবার তৈরির জায়গায় এক রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে থুতু মেশানোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮
Share:

—প্রতীকী ছবি।

আবারও খাবারে থুতু মেশানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এবার ঘটনাস্থল কোনও হোটেল বা রেস্তরাঁ নয়, এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে একটি বিয়েবাড়িতে। উত্তর প্রদেশের মেরঠের একটি বিয়ের অনুষ্ঠানে খাবার তৈরির জায়গায় এক রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে থুতু মেশানোর। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিয়েবাড়ির এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আটক করা হয়েছে ওই রাঁধুনিকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ঘটনাটি ব্রহ্মপুরী থানা এলাকার প্রেম মণ্ডপের একটি বিয়ের অনুষ্ঠানে ঘটেছে। তন্দুরের ভেতরে রুটি তৈরি করার সময় ওই রাঁধুনিকে রুটি বেলে তার উপর থুতু ফেলতে দেখা গিয়েছে। গত ২১ ফেব্রুয়ারি আমন্ত্রিতদের জন্য খাবার তৈরি করার সময় তিনি থুতু মেশাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি।ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিয়োর সূত্র ধরে রাঁধুনিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই ধরনের কাজ করলেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক জন ব্যক্তিকে রুটি তৈরির সময় থুতু ফেলতে দেখা গিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

খাবারে থুতু মেশানোর ঘটনা আগেও ঘটেছে। কয়েক মাস আগে এক রেস্তরাঁয় রুটি বানানোর সময় এক কর্মচারীর কীর্তিতে স্তম্ভিত হয়েছিলেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। রুটি বানানোর আগে মেখে রাখা আটায় থুতু ফেলতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। ধরাও পড়েছিলেন সেই ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement