Viral Video

নির্জন রাস্তায় সাতটি কুকুরের হামলা! মাটিতে পড়ে গিয়েও প্যান্টের অভিনব কায়দায় রক্ষা তরুণের, রইল ভিডিয়ো

রাতে জনশূন্য রাস্তায় ব্যাগ হাতে নিয়ে যাওয়ার সময় সাতটি কুকুর আক্রমণ করল এক তরুণকে। তাঁকে দেখে একযোগে হামলা করতে এগিয়ে আসে কুকুরগুলি। সেই অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে আত্মরক্ষার উপায় বেছে নেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১০:২৮
Share:

ছবি: সংগৃহীত।

রাতের নির্জন রাস্তায় কুকুরদের তাড়া খাওয়ার মতো অভিজ্ঞতা কমবেশি প্রায় সকলেরই আছে। হাতে বড়সড় ব্যাগ থাকলে তো কথাই নেই। এক-আধটা কুকুরকে যদিও বা সামলানো যায়, একপাল কুকুরের সামনে পড়লে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। তেমনই এক দৃশ্য ধরা পড়েছে সমাজমাধ্যমে পোস্ট হওয়া একটি ভিডিয়োয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নয়, সাতটি কুকুর একসঙ্গে তাড়া করেছে এক যুবককে। পিঠে একটি ও হাতে একটি ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটছিলেন তিনি। তাঁকে দেখে কুকুরের দলটি খেপে গিয়ে তাড়া করে। ওই অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে আত্মরক্ষার উপায় খুঁজে নেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি অমৃতসরের। রাস্তা সম্পূর্ণ জনশূন্য এবং দোকানপাট বন্ধ ছিল। হঠাৎই কুকুরের দল হাঁটতে থাকা তরুণের দিকে তেড়ে যায়। অতগুলি কুকুরকে একসঙ্গে দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যাননি তরুণ। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি কুকুরদের ভয় দেখানোর রাস্তা বেছে নেন। কুকুরগুলিকে তাড়াবার জন্য লাঠি বা ইট তুলে না নিয়ে প্যান্টের বেল্টকে হাতিয়ার হিসাবে বেছে নেন ওই তরুণ। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুত প্যান্ট থেকে বেল্টটি খুলে কুকুরদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। বেল্টটি বার করে বাতাসে এলোমেলো ভাবে ঘোরাতে শুরু করেন তিনি। এর ফলে কুকুরগুলি সরে যায়। কিন্তু তাঁর হাতে এবং পিঠে ব্যাগ থাকার কারণে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ওই যুবক। পড়ে যাওয়ার পরই কুকুরগুলি আবার তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। মাটিতে শুয়ে থাকা অবস্থাতেও বেল্টটি ঘোরাতে থাকেন তিনি। বেল্টের ভয়ে কুকুরগুলি পিছু হটতে থাকে। এক সময় কুকুরের পাল সেখান থেকে সরে পড়ে।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর প্রচুর মানুষ সেটি দেখেছেন। ভিডিয়োটি দেখে প্রচুর নেটমাধ্যম ব্যবহারকারী এটিকে ভীতিকর বলে মনে করেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তরুণের বুদ্ধির প্রশংসা করে লিখেছেন, ‘‘বেল্ট দিয়ে নিজেকে রক্ষা না করলে কুকুরগুলি তাঁকে ছিঁড়ে ফেলত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement