Uttar Pradesh

ক্লাসে না গিয়ে নাচ-গানে মেতে সরকারি স্কুলের শিক্ষিকারা! ছাত্রদের দিয়ে পরিষ্কার করানো হল স্কুল

শিক্ষিকারা যখন নাচে ব্যস্ত তখন ছাত্রছাত্রীদের মেঝে ঝাড়ু দিতে, কার্পেট ধুতে এবং পর্দা পরিষ্কার করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেখানে দেখা গিয়েছে এক জন পড়ুয়া ক্লাসে না গিয়ে স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১২:২৩
Share:

ছবি: সংগৃহীত।

সরকারি স্কুলে ক্লাস না নিয়ে সমবেত হয়ে নাচ গানে মেতে রয়েছেন শিক্ষিকারা। আর স্কুলের বাইরে ঝাড়ু ও কার্পেট পরিষ্কার করছে পড়ুয়ারা। উত্তর প্রদেশের মেরঠের একটি সরকারি স্কুলের ঘটনা। ছাত্রছাত্রীদের দিয়ে মেঝে পরিষ্কার ও কার্পেট ধোয়ানোর অভিযোগ উঠেছে। আর সেই সময় শিক্ষিকারা গানের তালে নাচছেনএমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় প্রথমে দেখা গিয়েছে, নব্বই দশকের একটি জনপ্রিয় গানের তালে নাচ করছেন হলুদ শাড়ি পরা এক শিক্ষিকা। পরে তাঁর সঙ্গে যোগ দিতে দেখা যায় আরও অনেককে। ভিডিয়োর পরের অংশে দেখা গিয়েছে, শিক্ষিকারা যখন নাচে ব্যস্ত তখন ছাত্রছাত্রীদের মেঝে ঝাড়ু দিতে, কার্পেট ধুতে এবং পর্দা পরিষ্কার করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেখানে দেখা গিয়েছে এক জন পড়ুয়া ক্লাসে না গিয়ে স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত। তার পাশে দাঁড়িয়ে দুই শিক্ষিকা পড়ুয়াকে নির্দেশ দিচ্ছেন। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে সমাজমাধ্যম ব্যবহারকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘গঙ্গেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকরা মনে করছেন সেদিন স্কুলে বিশেষ কোনও অনুষ্ঠান ছিল না। ছাত্রদের দেখে মনে হচ্ছিল না তারা স্বেচ্ছায় বা আনন্দের সঙ্গে এই দায়িত্ব পালন করছে। কিছুদিন আগেই মেরঠের অন্য একটি স্কুলে ক্লাস চলাকালীন এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল শিক্ষিকা একটি চেয়ারে বসে আছেন ও গভীর ঘুমে আচ্ছন্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement