viral video

খাঁচার সামনে গিয়ে বাঁদরকে উত্ত্যক্ত, হাতেনাতে ফল পেলেন তরুণী! চুল ধরে টেনে রেখে দিল নাছোড় প্রাণী

খাঁচার ভিতরে লম্ফঝম্ফ করে বেড়াচ্ছিল কয়েকটি বাঁদর। তারই একটি খাঁচার জাল ধরে ঝুলে ছিল। এক তরুণী বাঁদরটিকে দেখে এগিয়ে গিয়ে তারের জালে আঘাত করতেই বিপত্তি বেধে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

বাঁদরকে উত্ত্যক্ত করার ফল হাতেনাতে পেলেন এক তরুণী। খাঁচায় বন্দি এক বাঁদরকে বিরক্ত করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। টেনেহিঁচড়ে কোনও রকমে পরিত্রাণ পেলেন চিড়িয়াখানায় আসা পর্যটক। কয়েক সেকেন্ড ধরে টানাহ্যাঁচড়া চলতে থাকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার ভিতরে লম্ফঝম্ফ করে বেড়াচ্ছিল কয়েকটি বাঁদর। তারই একটি খাঁচার জাল ধরে ঝুলে ছিল। এক তরুণী বাঁদরটিকে দেখে এগিয়ে গিয়ে তারের জালে আঘাত করতেই বিপত্তি বেধে যায়। তারের জালে ঝোলা অবস্থাতেই বাঁদরটি তড়িৎগতিতে তরুণীর চুল টেনে ধরেন। হ্যাঁচকা টান দিয়ে বার বার তরুণীকে খাঁচার দিকে টেনে আনার চেষ্টা করে প্রাণীটি। প্রাণপণ চেষ্টা করেও বাঁদরের হাত থেকে চুল ছাড়াতে পারেননি ওই তরুণী। বেশ কিছু ক্ষণ বাঁদরামি সহ্য করতে হয় তাঁকে। অনেক চেষ্টার পর বহু কষ্টে বাঁদরের হাত থেকে পরিত্রাণ পান তিনি। পরে আবার খাঁচার সামনে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে দু’টি বাঁদর দ্বিতীয় বার তরুণীর চুল টেনে ধরে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যান তরুণী। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে অ্যামেজ়িং সাইট নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভাইরাল ভিডিয়োয় প্রচুর প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদর হলেও তারা বিরক্ত হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement