viral video

খাঁচা খুলে ট্রাকের ছাদে বেরিয়ে এল পশুরাজ, চলন্ত গাড়ি থেকেই দিল ঝাঁপ! তার পর... ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহটি তার খাঁচা থেকে পালিয়ে ট্রাকের ছাদে উঠে দাঁড়িয়ে পড়েছে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড বেগে চলা ট্রাকটি থেকে লাফিয়ে পড়েছে বনের রাজা ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৫:৫০
Share:

ছবি: সংগৃহীত।

চলন্ত ট্রাকের দরজা খুলে ছাদে দাঁড়িয়ে পড়ল পশুরাজ। শুধু তাই নয়। সুযোগ বুঝে সেই ট্রাকের মাথা থেকে রাস্তায় লাফিয়ে পড়ে চম্পট দিল বি‌শাল এক সিংহ। সংবাদ প্রতিবেদন অনুসারে সিংহটিকে খাঁচায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। সিংহ পালানোর সেই দৃশ্য প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহটি তার খাঁচা থেকে পালিয়ে ট্রাকের ছাদে উঠে দাঁড়িয়ে পড়েছে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড বেগে চলা ট্রাকটি থেকে লাফিয়ে পড়েছে বনের রাজা। সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সিংহটিকে একটি পশু কেনাবেচা সংস্থা থেকে কেনা হয়েছিল। খাঁচায় পুরে ট্রাকে করে প্রাণীটিকে তার নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু চলার পথেই খাঁচাটি কোনও ভাবে খুলে যায়। সিংহটি ট্রাকের মাথায় চড়ে বসে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

রাস্তায় লাফ দেওয়ার পর মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ার জোগাড় হয় সিংহটির। কোনও মতে নিজেকে সামলে নেয় পশুরাজ। কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে রাস্তা পার হয়ে বনের দিকে চলে যায় এটি। চালক জানতেই পারেননি যে সিংহটি ট্রাক থেকে বার হয়ে চম্পট দিয়েছে। ভিডিয়োটি কুলস্টোরিব্রুজ়া নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশ এবং এক জন পশুরোগ চিকিৎসককে খবর দেন। লিচটেনবার্গ পশু হাসপাতালের চিকিৎসক অ্যান্টন নেল ঘটনাস্থলে আসেন। তিনি জানান যে, ঘুমের ওষুধের প্রভাবে সিংহটি বেশি দূর দৌড়তে পারেনি। রাস্তার পাশে একটি গাছের নীচে শুয়ে পড়ে সেটি। এখন সিংহটি যে খামারে রয়েছে সেখানে সে সম্পূর্ণ সুস্থ। ভিডিয়োটি দেখে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘বনের রাজাকে কখনও খাঁচায় বন্দি করা যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement