viral video

২৮২ ফুট উঁচু টাওয়ারে উঠে মদের বোতলে ভর দিয়ে মরণ স্টান্ট, নজরে পড়তেই আটক তরুণ, রইল ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাচের বোতলের উপর ভারসাম্য বজায় রেখে কেবল হাত দিয়ে কাঠামোর সঙ্গে ঝুলছেন। এমনকি টাওয়ারের বাইরের কাঠামোর সঙ্গে পা আটকে নিজেকে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন ওই তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১২:০৭
Share:

ছবি: সংগৃহীত।

প্রাণের মূল্যের চেয়ে স্টান্টের নেশা বড়। হরিয়ানার হিসারে ২৮২ ফুট উঁচু টাওয়ারের কিনারায় দাঁড়িয়ে শিউরে ওঠার মতো স্টান্ট করলেন এক তরুণ। টাওয়ারের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ও নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাথায় উঠে পড়েন রাজস্থানের বাসিন্দা ওই তরুণ। বোতলের উপর ভর দিয়ে কেরামতি দেখাতে শুরু করেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। তরুণকে আটক করেছে পুলিশ। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাচের বোতলের উপর ভারসাম্য বজায় রেখে কেবল হাত দিয়ে কাঠামোর সঙ্গে ঝুলছেন এক তরুণ। এমনকি টাওয়ারের বাইরের কাঠামোর সঙ্গে পা আটকে নিজেকে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন তিনি। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ১৮ জানুয়ারি, রবিবারের। তরুণের নাম মনু। সুউচ্চ ভবনে উঠে কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বিপজ্জনক অ্যাক্রোব্যাটিকসের খেলা দেখাতে শুরু করেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মনুর সঙ্গে একটি ব্যাগ ছিল। তাতে খালি বিয়ারের বোতল এবং একটি ক্যান ছিল। সেগুলি তিনি স্টান্ট দেখানোর সময় ব্যবহার করেছিলেন। মাটি থেকে কয়েকশো ফুট উপরে ঝুঁকিপূর্ণ এই স্টান্টের ফলে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারতেন মনু বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্টান্ট করার সময় নিরাপত্তারক্ষীদের নজর মনুর উপর পড়ার সঙ্গে সঙ্গে তাঁরা দৌড়ে টাওয়ারের উপরে উঠে যান। তরুণকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় মনু নামের যুবক নিজের ভুল স্বীকার করে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে কপিল বিশনোই নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক হাজার বার সেটি দেখা হয়েছে। তরুণের কীর্তি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement