Bizarre

বাচ্চা থেকে বুড়ো, টাকা নিয়ে সাইকেল চালানো শেখান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দু’বছরে ৩৫ লক্ষ টাকা আয় করলেন তরুণ

প্রতিবেদনে বলা হয়েছে, স্মাতকোত্তর স্তরের তরুণ শিক্ষার্থী শুধুমাত্র সাইকেল চালানো শিখিয়ে কয়েক লক্ষ টাকা রোজগার করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তরুণ অবসর সময়ে সাইকেল চালানো শেখানোর পরিকল্পনা ছকে ফেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৯
Share:

—প্রতীকী ছবি।

কথায় আছে বুদ্ধি খরচ করলে উপার্জনের পথ ঠিকই বেরিয়ে আসে। কম পরিশ্রমে বছরে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যে অকল্পনীয় নয় তা প্রমাণ করে দিলেন এক ছাত্র। অদ্ভুত উপায়ে দু’বছরে ৩৫ লক্ষ টাকা রোজগার করে ফেলেছেন সেই স্নাতকোত্তর শিক্ষার্থী। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের একটি বিশেষ প্রশিক্ষণ দিয়েই তিনি এই পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লি নামের এক তরুণ শুধুমাত্র সাইকেল চালানো শিখিয়ে কয়েক লক্ষ টাকা রোজগার করেছেন। তিনি সাংহাই ইউনিভার্সিটি অফ স্পোর্ট-এ (এসইউপি) স্নাতকোত্তরের তৃতীয় বর্ষের ছাত্র। ক্রীড়াশিক্ষা নিয়ে পড়াশোনা করেন লি। তরুণ বেশ কয়েক বছর ধরেই লক্ষ করেছেন শুধু শিশুরাই নয়, বহু প্রাপ্তবয়স্কই রয়েছেন যাঁরা সাইকেল চালাতে শেখেননি। এমনকি তাঁরা বড় বয়সেও সাইকেল চালানো শিখতে চান।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, লি তাঁর অবসর সময়ে সাইকেল চালানো শেখানোর পরিকল্পনা ছকে ফেলেন। ছাত্র খুঁজে বার করার জন্য লি কেবল ব্যক্তিগত যোগাযোগের উপর নির্ভর করেননি। তিনি সমাজমাধ্যমে ছোট ছোট ভিডিয়ো পোস্ট করতে শুরু করেন। অনলাইনে পোস্ট করার দু’মাসের মধ্যেই লি তাঁর প্রথম শিক্ষার্থী খুঁজে পান। তাঁর কাছে সাইকেল শেখার জন্য বিভিন্ন প্যাকেজ ছিল। লি-এর ৮০০ ইউয়ান ( প্রায় ১১ হাজার টাকা)-এর প্যাকেজটি সবচেয়ে জনপ্রিয় ছিল।

Advertisement

প্রাপ্তবয়স্কদের জন্য দু’টি শিক্ষাক্রম থাকে, প্রতিটি দেড় থেকে দু’ঘণ্টা স্থায়ী হয়। শিশুদের সাধারণত বেশি প্রশিক্ষণের প্রয়োজন হয়। তবে তাদের ক্লাসগুলি ছোট হয়। সাধারণত দেড় ঘণ্টার কম। লি এখনও পর্যন্ত প্রায় ৭০০ জনকে সাইকেল চালানো শিখিয়েছেন। তাঁর ছাত্রছাত্রীদের বয়স চার থেকে ৬৮ বছরের মধ্যে। তবে বেশির ভাগই ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement