ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হাসপাতালে ‘কাঁচা’ মাংস খাওয়ানোর অভিযোগ উঠল দু’বছরের যমজ শিশুকে। রাজধানী শহরের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগ উঠেছে। তার ফলে হাসপাতালে ভর্তি শিশুদের খাওয়ানোর জন্য বাইরের খাবারের বন্দোবস্ত করতে হয়। সেই খাবারের জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে হয়েছিল অসুস্থ শিশু দু’টির পরিবারকে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের এক বাসিন্দা পেজ ক্যামেরন নামের ২৭ বছরের তরুণী হাসপাতালের খাবারের মান নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন। গত সপ্তাহে তার দু’বছর বয়সি যমজ কন্যা, ইভ এবং ইডেন, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসে আক্রান্ত হয়। শ্বাসযন্ত্রের মারাত্মক সংক্রমণে ভুগছিল দুই খুদে। অবস্থার অবনতি হওয়ায় তাদের লন্ডনের প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা ছ’দিন ধরে চিকিৎসাধীন ছিল। শিশু দু’টির মা পেজ বাচ্চাদের জন্য পরিবেশিত খাবার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, হাসপাতালে সরবরাহ করা খাবার অসুস্থ শিশুদের জন্য অনুপযুক্ত ছিল। তিনি দাবি করেছিলেন যে একটি খাবারে দু’টি ফ্যাকাশে দেখতে সসেজ দেখতে পান তিনি। সেটি এতটাই কম রান্না করা হয়েছিল যে সসেজগুলি প্রায় কাঁচা ছিল। পরের দিন বাচ্চাদের খাবার পরিবেশন করার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে পেজ বাইরে থেকে খাবার অর্ডার করে শিশুদের খেতে দেন। ছ’দিন হাসপাতালে থাকার পর শুধু খাবারের জন্য ২০ হাজার টাকা বিল হয় পেজের।
পেজ সমাজমাধ্যমে হাসপাতালের খাবারের ছবি শেয়ার করার পর, পোস্টগুলি ৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। পোস্টটি নেটমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। বেশ কয়েক জন ব্যবহারকারী খাবারের মান নিয়ে হাসপাতালের পরিচালন ব্যবস্থার সমালোচনা করেছেন।