viral video

তাসের ঘরের মতো ভেঙে নদীতে পড়ল একতলা বাড়ি! আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে জলের ধাক্কায় পারের মাটি সরতে সরতে বাড়িটি নদীর দিকে হেলে পড়ে। তার পর পাঁচিল ভেঙে সেটি ঢুকে যায় নদীর গর্ভে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাটি ধসে জলের নীচে চলে গেল আস্ত পাকা বাড়ি। চোখের নিমেষে নদীর স্রোতে পড়ে তলিয়ে যায় বাড়িটি। বিহারের আরা জেলার নদীর পারে থাকা বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে নদীতে। বৃষ্টিতে ফুঁসে উঠেছে নদী। আর সেই জলের তোড়ে আলগা হতে শুরু করে মাটি। নদীর কিনারায় থাকা এমনই একটি নির্মীয়মাণ বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা প্রচুর দর্শকের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বৃষ্টির ফলে নদীর জল বেড়ে তা এগিয়ে এসেছে জনবসতি এলাকায়। আরা জেলার জবইনিয়া গ্রামে আচমকাই জলের তোড়ে ভেসে যায় একটি একতলা পাকা বাড়ি। ভাগ্যক্রমে সেই বাড়িতে কোনও বাসিন্দা ছিলেন না। ফাঁকাই পড়েছিল সেটি। জলের ধাক্কায় পারের মাটি সরতে সরতে বাড়িটি নদীর দিকে হেলে পড়ে। তার পর পাঁচিল ভেঙে সেটি ঢুকে যায় নদীর গর্ভে। আশপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। বাড়ি ভেঙে পড়তে দেখে আতঙ্কে চি়ৎকার করতে শুরু করে দেন স্থানীয়েরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। এই গ্রামে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত বহু বাড়িই।

প্রিয়া সিং নামের এক সাংবাদিক নিজের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। হাজার হাজার মানুষ সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যিস বাড়িটি খালি ছিল, তা না হলে আরও বিপদ ঘটত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement