viral video

সময় বড্ড কম, যানজট এড়াতে রাস্তার ডিভাইডারে মোটরবাইক তুললেন তরুণেরা! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়

যানজটের মাঝেই একটি কংক্রিটের রাস্তার মাঝের সঙ্কীর্ণ ডিভাইডারের উপর একটি বাইককে তুলে দিতে দেখা গিয়েছে কয়েক জন যুবককে। মধ্যপ্রদেশের জবলপুরের ঘটনা। বিপজ্জনক এই দৃশ্য দেখে সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১২:১৮
Share:

ছবি: সংগৃহীত।

ট্রাফিক সিগন্যালে সার সার দাঁড়িয়ে রয়েছে গাড়ি। সেই ফাঁক গলে বেরোনোর উপায় নেই। যানজটে পড়ে সময় বাঁচাতে দু’চাকার বাহন নিয়ে ট্রাপিজ়ের খেল দেখালেন একদল তরুণ। যানজট এড়াতে অধৈর্য হয়ে বাইকটিকে রাস্তার সরু ডিভাইডারে উপর তুলে দিলেন কয়েক জন তরুণ। বিপজ্জনক সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটিতে লেখা রয়েছে ঘটনাটি মধ্যপ্রদেশের জবলপুরের।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যানজটের মাঝেই একটি কংক্রিটের রাস্তার মাঝের সঙ্কীর্ণ ডিভাইডারের উপরে একটি বাইককে তুলে দিয়েছেন কয়েক জন যুবক। রাতের দিকে ব্যস্ত রাজপথের দু’দিকেই চারচাকা এবং দু’চাকার গাড়িগুলিকে থমকে দাঁড়িয়ে পড়েছে। কয়েক সেকেন্ড অপেক্ষা না করেই তরুণেরা ডিভাইডারে উঠে বাইকটিকে বিপরীত দিকের রাস্তায় ঠেলে নামিয়ে দিচ্ছেন। এক জন তরুণ তাঁর বাইকের সামনের চাকাটি ডিভাইডারে তুলে দিচ্ছেন, আর অন্য জন পিছনের চাকাটি স্থির করে ধরে রেখেছেন। অন্য আর এক জনকে বাইকটিকে তুলে অন্য দিকে নামিয়ে দিতে দেখা গিয়েছে। বাইকটি নামাতে গিয়ে টালমাটাল অবস্থা হয় এক তরুণের। আশপাশে থাকা লোকজনও অবাক চোখে তরুণদের কীর্তি দেখতে থাকেন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘আক্কু_জবলপুরিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। মন্তব্য বিভাগে নেটাগরিকদের প্রতিক্রিয়া উপচে পড়েছে। এই ধরনের ঘটনা কেবল বাইকচালক বা আরোহীদের জন্যই নয়, তাঁদের আশপাশে থাকা গাড়িচালকদের জন্যও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারত বলে মত নেটাগরিকদের। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ ভাবে সময় বাঁচানো মূর্খামির পরিচয়ই দেয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement