viral video

সাধারণতন্ত্র দিবসে থানার মধ্যেই স্ত্রীকে নিয়ে উর্দি পরে রিল ভিডিয়ো, কর্তৃপক্ষের নজরে পড়তেই পদ খোয়ালেন ইনস্পেক্টর

ভাইরাল হওয়া এক ভিডিয়োয় পুলিশ আধিকারিককে ইউনিফর্ম পরা অবস্থায় স্ত্রীর সঙ্গে নাচতে দেখা গিয়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের পলামু জেলার। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুলিশের উর্দি পরে সাধারণতন্ত্র দিবসে থানার মধ্যে স্ত্রীর সঙ্গে রিল ভিডিয়ো করলেন এক পুলিশ আধিকারিক। ঝাড়খণ্ড পুলিশের এক আধিকারিককে থানার সামনে খোলা জায়গায় নাচের ভিডিয়ো করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে কতটা সীমা রাখা উচিত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, ওই পুলিশ আধিকারিকের নাম সোনু চৌধরি। তিনি ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। পলামু জেলার হুসেনাবাদ পুলিশ স্টেশনে কর্মরত। সাধারণতন্ত্র দিবসে থানার চৌহদ্দিতে দাঁড়িয়ে সোনু রিলটি তৈরি করেছিলেন। ভিডিয়োয় তাঁকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যাচ্ছে এবং পাশে তাঁর স্ত্রীও উপস্থিত। দু’জনকেই একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে। নাচতে নাচতে সোনু স্ত্রীর মাথায় নিজের টুপিটি পরিয়ে দেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝাড়খণ্ড পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদ প্রতিবেদন অনুসারে, ভিডিয়ো ভাইরাল হতেই সোনুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন চন্দন কুমার নামের আর এক আধিকারিক। সোনু চৌধরির পদ থেকে অপসারণের কথা স্বীকার করে নিয়েছেন পলামুর পুলিশ সুপার (এসপি) রেশমা রামেসান।

পুলিশ সুপার জানিয়েছেন, রিলটি ভাইরাল হওয়ার পর পলামু রেঞ্জের ডিআইজি কিশোর কৌশল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এটি শৃঙ্খলাভঙ্গ এবং অসদাচরণ বলে গণ্য করা হয়েছে। ইউনিফর্ম পরা অবস্থায় কোনও পুলিশ আধিকারিকের এই ধরনের আচরণ করার নিয়ম নেই। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ওসিজৈন৪’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন। প্রায় তিন হাজারের মতো লাইক জমা পড়েছে। মন্তব্য বিভাগে জমা পড়েছে নেটাগরিকদের বিভিন্ন প্রতিক্রিয়াও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement